মজাদার গল্পকার শামচুল হক
মনভার কমে যার কথামালা পড়ে
নিমিশে কষ্টের রাশি যায় যেন উড়ে
সে কথার পক্ষ বয়ে বহুদূর পথ।
শুভ্রতায় কথা দল করে চক চক
নীতি ঘায়ে অনাচার যায় খসে পড়ে
অথবা হারায় মন্দ সুনীতির ঝড়ে
কথাকল্পে সততার রয়েছে শপথ।
আনমনে দেখে যাই এক এক করে
লেখক যতন করে সাজালেন সব
যেনকি সকল আছে গভীর আদরে।
লেখকের কারুকাজ করে অনুভব
প্রীত হয় পাঠকেরা পাঠে নিত্যদিন
এখানে কথার শিল্প নিতান্ত স্বাধীন।
ব্লগার শামচুল হক
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:১৩