ব্লগার জুন দেখেন সুন্দর প্রকৃতি,
বৈচিত্রময় স্থাপনা, মনমুগ্ধকর
মানব জীবনে শিল্প। তাঁর সহচর
দু’নয়ন দেখে সব নিকটে দাঁড়িয়ে।
পৃথিবীর স্থানে স্থানে চলমান রীতি
কাছে থেকে দেখে সব স্মৃতির মর্মর
প্রাসাদে ওসব রেখে প্রতিটি প্রহর
ছবিতে ফুটিয়ে তিনি দেন যে ছড়িয়ে।
জুনের সকল কীর্তি অভিনব সব
বিমুগ্ধ দর্শক দেখে প্রকাশে উচ্ছাস।
নিখাঁদ মনন তাঁর করে অনুভব
সঞ্চারে তাদের মনে গভীর উল্লাস।
এভাবে সমগ্র বিশ্বে দৃষ্টি শোভা তলে
স্রষ্টা ও মানব সৃষ্টি কত কথা বলে।
ব্লগার জুন
সনেট কাব্যে সামু ব্লগার
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:০৭