ছন্দের পবনে ছুটে কথার তুফান
বয়ে চলে নিরবধি ছড়াবন ছায়
যেথায় ছন্দরা সব গভীর মায়ায়
ফুটেউঠে ছড়াপত্রে শৈল্পীক আঁচড়ে।
পবন সরকারের কি প্রলয় বান
অপচ্ছায়া বিতাড়নে,কাব্যিক ছোঁয়ায়
আমরা নিরন্ত দেখি তাঁর কবিতায়
হেয়নস্তা হয়েপড়ে প্রবল আছাড়ে।
চেয়ে দেখি আহা কি যে সুখ পরিমল
পদ্যে পদ্যে মিশে আছে।ছড়াদের ঘাটি
কত যে সুন্দর লাগে সুচিত্রে নির্মল।
কবির বাগানে আছে সোনাফলা মাটি
যাতে ফলে ছড়াদল নিতান্ত সুন্দর
পরিতৃপ্ত করেদিতে পাঠক অন্তর।
ব্লগার পবন সরকার
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:৩০