কবি কুঁড়ের বাদশা কি চমৎকার
কুঁড়েমির মনরমা কবিতা লিখেন
অলস দুপুরে শুয়ে।স্বপনে দেখেন
তিনি কুঁড়ের বাদশা,বিষয় মজার।
কর্মকরে বেঁচে থাকা পৃথিবীতে তাঁর
নিতান্ত অসার লাগে। কর্মকে ডরেন
দার্শনিক এ বাদশা। রচনা করেন
কুঁড়িমির অনবদ্য কবিতা সম্ভার।
কর্মটাকে ধর্মভাবা অনাচার খুব
অহেতুক বাধা পড়ে সুখের নিদ্রায়
আরামে ব্যাঘাত করে কর্মেদিয়ে ডুব
অহেতুক মানুষেরা খেটে মরে যায়।
কর্মছেড়ে শুয়ে থাক ঝেড়ে ফেলে লজ্জা
আহা কি যে ভাল লাগে নিদ্রাসুখ সজ্জা!
ব্লগার কুঁড়ের বাদশা
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৭