সাগরের উপকূলে তারেক ফাহিম
দূর্নিবার ছুটে চলা দূরন্ত বাতাসে
শ্বাস নিয়ে উজ্জীবিত।সাগর সুবাসে
তারেকের মনে জমে সাহিত্যের সিন্দু।
দক্ষিণে উত্তাল ঢেউ নিরন্ত অসীম
রোদ্রগুঁড়ো চন্দ্রকণা যাতে সদা ভাসে
সেথাহতে বাতাসেরা উপকূলে আসে
ঝরায় নিমিশে কত মেধা বিন্দু বিন্দু।
এলোমেলো ভাবনার সুখ তাড়নায়
তারেকের মনে জাগে মানব মঙ্গল
তার থেকে লেখালেখি চিত্ত-চেতনায়
মনের সফেদ পত্রে নিতান্ত সরল।
তারেক ফাহিম মনে সমূদ্রের বান
নীতিকথা সঞ্চারনে কঠিন তুফান।
ব্লগার তারেক ফাহিম
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৩৮