নিজমনে গেঁথে চলে ছন্দের মালায়
কবিতার ফুল দলে নিরন্ত প্রত্যয়ে
হে বি এম বরকত উল্লাহ হে কবি
স্বযতনে গড়ছেন সাহিত্য ভান্ডার।
দৃষ্টিতলে যখন যে চিত্রের উদয়
চলমান ঘটনায় ঘটছে সর্বদা
সে সকল চিত্রতেই কবিতা কবির
প্রাণবন্ত হয়ে উঠে কাব্যের গগনে।
ওহে কবি এ ক্ষণের সময় এখন
কেমন কি কবিতায় আবদ্ধ করেন?
কাব্য ছন্দ দক্ষতায় অনন্য এ কাজ।
অফুরান দেখে প্রাণ আবেগ ও ছন্দ
মুগ্ধতায় ভরামন নির্বাক বচন
কৌতুহলে পড়ে সব দারুণ কথন।
কবি বি এম বরকত উল্লাহ
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯