ওমেরা সতেজ মন ভাবনা দীগন্তে
ফিরিয়ে জানতে চায় কেন যে এমন
সভ্যতা বদলে যায় কূরুচি আবর্তে?
কেন যে আক্রান্ত তারা রিপুর তাড়নে?
কে দিবে উত্তর তারে? এখানে অচল
মনেরা পিছনে চলে, সম্মুখে আঁধার
কোথাও যায়না দেখা আলোর প্রদীপ
নিজেই নিজের ক্ষতি করছে মানুষ।
ওমেরা প্রদীপ জালে আলোক ছড়াতে
নিজের গল্পের ছলে নিয়ত এ দেখি
নিপূণ লেখায় তার নিজের দায়িত্বে।
পড়ন্ত সভ্যতা ধরে কতেকে টানায়
এখনো সভ্যতা আছে খাদের কিনারে
নতুবা পৃথিবী হত জলন্ত নরক।
ওমেরা
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫২