বিজন রয়, অন্তরে মুগ্ধ পাঠকের
কবিতার ফুল বনে, বসন্ত বাতাসে,
শির শিরে প্রবাহে যা সবুজের ঘাসে
অথবা বর্ষায় ঝরা বৃষ্টির ফোটায়।
দেখেছি সে কবি দোলে আনন্দ লোকের
কোন এক দোলনায়।কবির নিবাসে
কবিতা কন্যারা দোলে গভীর উল্লাসে
দেখে ছুটে কবি কোন আবেগ ঘোড়ায়।
বিজন প্রান্তরে বসে বিজন নির্মল
আবেসে অবস হয়ে কবিতার ধ্যানে
লিখে ফেলে একে একে উচ্ছাসে প্রবল
কতকথা কথকতা সুগভীর জ্ঞানে।
বিজন রয়, শুনুন হে ছন্দের মতি
কবিত্বে ছড়িয়ে দিন দূর্নিবার গতি।
বিজন রয়
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:৩৫