ব্লগার পদ্ম পুকুর, জ্ঞানের বিস্তারে
পদ্ম পাতার মতন অকুন্ঠ কোমল
দৃষ্টির নন্দন রূপে সৌজন্যে নির্মল
দশটি বছর পার করেছেন ব্লগে।
বৈচিত্রময় জ্ঞানের সে বোধ বিহারে
আছে পরিপাটি সব।পোড়ালে অনল
যদি কোন জ্ঞান ঘর,তবে আছে জল
পদ্ম পুকুরে,নিভাতে পয়লা সুযোগে।
এখনো সতেজ যার সবুজ জমিন
আগের মতন সাজে পত্র ও পল্লবে
কথার মালায় আছে কোমল কঠিন
যা আনন্দ দোলনায় দোলায় সবে।
সকলের মন ভরে তার পোষ্ট পড়ে
ঝরে তাতে জ্ঞান বৃষ্টি বিজ্ঞতার ঝড়ে।
পদ্ম পুকুর
ব্লগার ফজল কবি
ব্লগার ফজল কবি, লিখে আল্লাহর
দয়া দানে,কবিতার কত ছন্দময়
কথাকলি, ফুল হয়ে ফুটার সময়,
যারা ছড়ায় সুঘ্রাণ, প্রশান্তি দায়ক।
ছোট ছোট কথাগুলো, সুখের প্রহর
এনেদেয়, কাব্য পাঠে।করে মন জয়
সে কাব্যের কণাগুলো।হয় বোধদয়,
প্রাণের প্রত্যেক কেন্দ্রে, সুখ নির্ণয়ক।
আহা কি চিক্কণ পদ্য মেদভুঁড়িহীন
যুগ স্রোতে বয়ে চলে। একে একে পড়ি,
পেয়ে যাই পদ্যটানে ঠিকানা অচিন,
অজ্ঞাতে অনেক পথ দিয়েফেলি পাড়ি।
সব কিছু চিমচাম নেই কিছু অতি,
পুরাদস্তুর কবিতা, চলে নিয়ে গতি।
ব্লগার ফজল
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:২০