ব্লগার বক
‘সাদা বক চক চক গা ভেজা শিশিরে’
তেমন সাদা কথায় আলো ঝলমল,
শিশিরে রোদ যেমন অশান্ত চঞ্চল
মন শান্ত করে দেয়, অনুরূপ তিনি।
সত্যের অমিয় ধারা সে হৃদয় চিরে
বেরিয়ে আসে নির্মল স্রোতে অবিরল,
অবশ্য পোষ্ট হিসেবে একান্ত বিরল
ব্লগার বক প্রতিভা, হীরেধার যিনি।
এগার বছরে মাত্র দশ পোষ্ট দিয়ে
তিনি অহেতুক পোষ্ট দেয়া থেকে
বিরত থেকে অন্যের সাদা মন নিয়ে
না খেলে আদর্শ চিত্র দিয়েছেন এঁকে।
না দেয়া অপরে কষ্ট যে সময় হবে
মনভাব মানুষের, সুখ হবে তবে।
ব্লগার বক
ব্লগার আলো
ব্লগার আলো ব্লগের আলো হয়ে থেকে
এক যুগ ধরে কত আলো ছড়ালেন
বিবিধ ক্ষেত্রে। এখনো তিনি ছড়াবেন
অনুরূপ আলো সেই প্রত্যাশা সবার।
বার বছরের ব্লগ অবিজ্ঞতা ছেঁকে
জ্ঞান গরিমায় তিনি সকলে জড়াবেন,
অন্তর চেতনা হতে তিনি সরাবেন
আঁধার।ভরবে পৃথি আলোয় আবার।
মানুষেরা আলো তাঁর অব্যাহত পাবে
সাহিত্যের সর্বক্ষেত্রে।কবিতা নিবন্ধে
অথবা অন্য লেখায় সে আলোক পাবে
যা কাজে দেবে অন্যায় অনাচার বন্ধে।
দেখেছি কবিতা তাঁর সুখ ছন্দ ময়
হোক তাতে চিরকাল শুদ্ধতার জয়।
ব্লগার আলো
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১২:১৮