আর রাহমান
আর-রাহমান পরম দয়াময় যিনি
পৃথিবী ভরিয়ে দিয়ে লতায় পাতায়
মাটিকে জীবন্ত করে সবুজ শোভায়
করেন ধরনীরূপ অনিন্দ সুন্দর।
সৃষ্টিদলে অপরূপ সাজালেন তিনি
রাতের পৃথিবী ভাসে চাঁদ জোছনায়
দুপুরের রোদে বসে তরু-বনছায়
শান্তির শীতল বায়ু জুড়ায় অন্তর।
সৃষ্টির বৈচিত্র তার দেখি অনুপম
পৃথিতলে মনোরমা চির অবিরত
দৃষ্টিতে এসব দেখি অনন্য উত্তম।
অফুরান নেয়ামত থাকে অব্যাহত
পরম দয়াময়ের দয়ায় উজ্জল
উৎপন্ন ফুল ফল সবজি ফসল।
রাহমান
(এক)
আর রাহমান যার সুবিস্তৃত দয়া
পাবে প্রতিটি সৃষ্টির পরতে পরতে
ফুল ও প্রকৃতি দেখ বসন্ত শরতে
বার মাস গাছে গাছে ধরে কত ফল।
রহমান রহমতে বিস্তারেন ছায়া
বৃক্ষ তরুলতা দিয়ে তপ্ত এ ধরাতে
বান্দাদের মন প্রাণ আনন্দে ভরাতে
গড়েছেন কত কিছু সুখের সম্বল।
রহমানে মনে রাখে কৃতজ্ঞ বান্দায়
তাঁর দানে তারা বাাঁচে সুখে চিরদিন
ইবলিশের ধোকায় থাকেনা ধান্দায়।
রহমান বান্দাদের নহেতো অচিন
সকল মানুষ জনে বলি বারবার
সুখ পেতে রহমানে কর ইন্তিজার।
(দুই)
রাহমান দয়াময় সবার উপর
দয়াকরে দিয়েছেন রোদ বৃষ্টি আলো
অবারিত বাতাসের সাথে পানি মাছ
ফুল ফল ফসলের উদ্ভিদ সকল।
পশু পাখি আছে কত বেশুমার সব
একসাথে বসবাসে সম্পর্ক অনেক
দয়া মায়া স্নেহ প্রীতি আছে অফুরান
বন্ধুত্ব ও ভালবাসা সুদৃঢ় বন্ধন।
তাঁর দয়া সকলের জন্যই সমান
মান্য আর অমান্যতে কম বেশী নেই
মান্যতার ফল শুধু পরকালে পাবে।
মানুষ তেমন তাঁর মত যদি চলে
সকলের উপকারে উজাড়ে পরান
তবেতো এ পৃথিবীটা হবে শান্তিময়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩