(এক)
আল্লাহ
প্রশান্ত মনে আল্লাহ প্রতিটি সময়
সুখানুভূতি ছড়ান।ইবাদতে তাঁর
নুয়ে আসে মন প্রাণ।তাঁর উপহার
প্রত্যেক বান্দার জন্য,অনন্য জান্নাত।
তিনি ছাড়া আর কারো ইবাদত নয়
কোন কালে।অন্যে মন অধম আত্মার
নির্বুদ্ধিতায়।অজ্ঞতা ঘোরে দৃষ্টি যার
সে চিনেনা, মোহনীয় আলোর প্রভাত।
মনকে সর্বদা রাখ সুপথে সচল
সর্বশক্তি দিয়ে নিজ।আল্লাহ আপন
একমাত্র সর্বগুণে, যিনি অবিরল
পূরণ করেন সব আত্মার স্বপন।
মন জুড়ে থাক তবে আল্লাহর নাম
মুখে থাক তাঁর প্রিয় পবিত্র কালাম।
(দুই)
আল্লাহ
নিজে নিজে হয়েছেন আল্লাহ মহান
কারণ অসীম হয় নিজে হয় যারা
সসীম করবে তাঁকে ছিল সেথা কারা
শূণ্য ছিল তাঁর পূর্বে আর তিনি এক।
নিজে নিজে হয়েছেন শুধু এক জন
কারণ আলাদা হতে কখনো না পারা
সকল অসীমদের মিলে যায় তারা
সেজন্য হয়না তারা কখনো অনেক।
অসীম পারলে হতে সসীম কে হয়?
পারবেনা, ঠেঁকাবে কে শূণ্য মন্ডলেতে?
তাঁরতো অসীম কভু না হবার নয়।
কেউ মহাজগতের হিসাব মিলাতে
পারবেনা কোন দিন আল্লাহকে ছাড়া
তাঁর নামে মনে তাই দেয় শুধু সাড়া।
(তিন)
আল্লাহ
আল্লাহ সবার প্রভু মহাজগতের
অনুপম সৃষ্টিকর্তা সকলের তিনি
এক্ষেত্রে অনেক আছে অকাট্য প্রমাণ
অবোধ না বুঝে তাঁকে করে অস্বীকার।
সৃষ্টির নক্সায় কত আছে কারুকাজ
সে সব দেখার বোধে বোধদয় হয়ে
সুবোধ বুঝেন প্রভু অবশ্য আছেন
সেজন্য মানেন তাঁকে সুদৃঢ় বিশ্বাসে।
সৃষ্টিতে বিস্তারে গুণ থাকেন আড়ালে
পরীক্ষা করেন কার বুদ্ধি আছে কত?
যে পায় তালাশে তাঁরে তার ভাগ্য ভাল।
কৃতজ্ঞ নয়ন দৃষ্টি দেখ চেয়ে চেয়ে
সবার সুখের জন্য তাঁর কত দান
অফুরান দেখ চেয়ে সর্বত্র বিরাজে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২