সেতু চঁড়ে, আকতার আর হোসাইন
এক দৃষ্টে চেয়ে দেখে কত দূরে পাড়
ঢেউয়ে ঢেউয়ে দেখে প্রবল আছাড়
মনটা হারিয়ে যায় নিজ ঠিকানায়।
অমনি লেখার ক্ষেত্রে থেকে বাধাহীন
সাহিত্য নায়েতে চঁড়ে বেয়ে চলে দাঁড়
দেখে চলে সাহিত্যের নানা রঙ ঝাড়
তুলে দিতে নিজ হাতে পাঠক মেলায়।
পোষ্টেতে দেখেছি তাঁর বৈচিত্র অনেক
কিছু কিছু পোষ্ট যেন কত কথা বলে
চেষ্টায় থাকেন তিনি সময়ে প্রত্যেক
নতুনত্ব আনয়নে পোষ্ট চলাচলে।
ঘুঁচিয়ে দিতেই চান আঁধারের রাতি
প্রজ্জ্বলিত করে দিয়ে বিবেকের বাতি।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ রাত ১০:১১