নূর মোহাম্মদ নূরু ব্লগে নূরু ভাই
লিখেন গুণী কথন।দীপ্তি, কবিতায়
ঢের আছে।ঝলকানো আলোক মালায়
কবিতার মুক্তি ঘটে, নিদারুণ দেখি।
মনে তাঁর কারো প্রতি রাগ ক্ষোভ নেই
কোন কাজে।টালাটালি উষ্ম তাওয়ায়
চলে তাঁর খানিকটা গাজী বন্দনায়,
ব্লগাররা মজাপায়, পরিতৃপ্ত আঁখি।
মৃত আত্মারা ব্লগের পাতায় আনন্দে
নাচানাচি করে দেখে নিজ কীর্তি গাঁথা
নূরু কথন গুণেতে। কবিতার ছন্দে
জীবিত আত্মারা সুখে কয়ে উঠে কথা।
বরিশালে জন্ম নিয়ে ব্লগে মহাবীর
লড়াইতে জমে থাকে, নিয়ে সমশির।
নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু আলোর ভূবনে
বিচরণ করে নিত্য আলোকিত জনে
ধরে এনে পরিচয়ে সকলের সনে
অনেক খাটেন সদা থেকে আনমনে।
মনেতে সবার চিন্তা শয়নে স্বপনে
নিরিক্ষা করেন সব নির্ভার নয়নে
বর্ণনায় পরিপাটি শব্দের চয়নে
গড়েন সুন্দর পোষ্ট ভাষার বুননে।
কলমের এ সৈনিক উত্তম লিখনে
লড়াই করেন খুব লেখালেখি রনে
পাঠক স্থবির হয় ভাবের ওজনে।
ব্লগে তাঁর কতশত পোষ্ট সম্মিলনে
হাজার অধিক পোষ্ট আছে নিরজনে
যেথায় পেয়েছে স্থান সকল সুজনে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬