মহান সাহিত্য প্রেমী অর্ক সুমহান
সাহিত্য সমালোচক।হৃদয়ের রক্ত
ঝরে তাঁর খোঁচা খেয়ে।সাহিত্যের শক্ত
আবর্জনা খসেপড়ে সে তীক্ষ্ম খোঁচায়।
অর্কের খোঁচায় বিঁদ্ধ কচিকাঁচা জান
ক্রমাগত হয়ে উঠে অতিশয় পোক্ত,
ঝুটে অবশেষে পাঁড় সাহিত্যের ভক্ত
সাহিত্যের ঝলমলে সাফল্য সন্ধায়।
সে মহাজ্ঞানীর কন্ঠে দূর্বিনীত স্বর
কতশত পুরস্কার ঘোষণা আনন্দে
লেখকেরা গড়ে তোলে সাহিত্য শহর
প্রতিটি মুহূর্ত জুড়ে মোহনীয় ছন্দে।
মহা বিরক্ত অর্কের ইচ্ছে হলো লেখ
তবে আগে সাহিত্যের ছবকটা শিখ।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০