পোনে পাঁচ গন্ডা ব্লগার
ভাগ্য আকাশের মেঘে জোছনা দেখিনা
ঝরেছে মনের যত আশালতা ফুল
ভাসেনা প্রেমের বানে মনের দু’কুল
অর্ক নয়ন কবীর কোথায় এখন?
সেলিম সোহেল কই বাতাস দখিনা
মাইদুল ফাহিমের বন্ধু মনিরুল
কাল্পনিক ভালবাসা কল্পনার গুল
শূন্যনীড়ে দিবা রুমি দেখেন স্বপন।
নতুন নকিব মনে আবেগেতে ঘেরা
সাদামনে চাঁদগাজী নীলপরি দেখে
মাহামুদ তাজুলেরা ভাবনায় সেরা
ডঃ এম এ আলী ব্লগে ভাল লেখা লেখে
ফাতেমা ছবির মত কবিতায় ডুব
দেয়াগেলে ভালো হতো এজীবনে খুব।
পোনে ছয় গন্ডা ব্লগার
ভোর হতে শাহিনের ভেঙ্গে গেল নিদ
দেখে বসে প্রামানিক লিখে যায় ছড়া
লিটন সুমন খায় ডাইলের বড়া
সোনাবীজ জি এসেরা জিনিয়াস জন।
সত্যের ছায়ায় থাকা রাজনীতি বিদ
পায়না ধ্রুবক আলো সুনীতিতে কড়া
যুক্তি দাও কেন দেশ দূর্নীতিতে গড়া?
কিকরি আজ ভাবছে গেছো দাদা জুন।
রাজিব নূর হাফসা ছড়ায় আলোক
বিজন বনেতে জানা দেখে উড়ে টিয়ে
সোহানী সুজন নূরু গুণীতে পুলক
খাইরুলে গাঁথে মালা কবিতারে নিয়ে
সায়মার আঁকাআঁকি চলে হামেসাই
সম্রাটে শুনেন গান গায় সতুসাঁই।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০০