প্রথম আব্বু ডাকেতে ভরে গেছে মন
যার কচি মুখ থেকে, সে প্রাণ আমার
ফহিমা জেরিন জেবা ভিতরে আত্মার
গড়েছে স্থায়ী আসন নিজ যোগ্যতায়।
ছেলে হোক মেয়ে হোক সকল সন্তান
অন্তর জুড়েই থাকে পিতা ও মাতার
প্রথম সন্তান সেথা অনন্য মাত্রার
তারা একটু আলাদা থাকে সর্বদায়।
সমস্যা সামাল দিতে শিখেছে ফাহিমা
চাই সে এমন করে পরিপূর্ণ হোক
সে চাই জগতে হোক শান্তির উপমা।
মন তার গুনে জ্ঞানে ভরেই উঠুক
ইহকাল পরকালে হোক সে সফল
থাকুক সে সত্য পথে চির অবিচল।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১