নয়নতারা
সন্তানের প্রতি স্নেহ ঝরে অবিরল
পিতা ও মাতার মনে উঁকি দিয়ে দেখ
যদি পার তুমি এর পরিমাপ লেখ
সেজন্য সন্তান হয় নয়নের তারা।
সন্তানের প্রতি মায়া সর্বদা নির্মল
যারা তা’জানেনা তারা এটা মনে রেখ
জীবেনের বড় সখ সন্তানেতে শেখ
সন্তান জন্মেতে সবে হয় আত্মহারা।
‘নয়নতারা’ আমার মেঝ কন্যা হয়
সুন্দর স্বভাব তার দৃষ্টির নন্দন
গোছ গাছে তার মন সদা ব্যস্ত রয়।
পড়ুক জীবনে তার ফুল ও চন্দন
ইহকাল পরকালে তার ভালো হোক
কোথাও কখনো যেন নাহি হয় ঠক।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
নয়ন মনি
একা বসে নিজ মনে কাটতো সময়
ঘটি-বাটি নিয়ে সেতো খেলে যেত একা
নতুবা কাগজ নিয়ে কোন চিত্র আঁকা
নানার সাথেই ছিল খুববেশী ভাব।
বসালে সে স্থান হতে নড়বার নয়
সহজেই সোজা মন হয়নাতো বাঁকা
গ্রাহ্য কাজ হতে হয় সুনির্মল ছাঁকা
গোঁছ-গাছ পরিপাটি সুস্নিগ্ধ স্বভাব।
সে সাহিদা সুলতানা শাহী নয়নের মনি
ঘটুমনি, গেদুমনি, কত নাম তার
সকল আত্নিয়ে সেতো আদরের খনি।
সাহিদা সনেট লিখে দেয় উপহার
সে আমার মেঝ মেয়ে ব্লগে পরিচ্ছন্ন
আশা তার গুণে লোকে হবে যে আচ্ছন্ন।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০