আমার কনিষ্ঠা কন্যা চঞ্চল অনেক
ইসরাত জাহান যে মূল নাম তার
ডাক নাম রাইসার প্রভু উপহার
দিলেন খুশিতে তারে অনেক দয়ায়।
মেয়েদের পালনেতে বে-শুমার নেক
আল্লাহ বান্দাকে দেন হাদীসের সার
এমন কথাই আমি জেনেছি যে আর
তাদের গড়তে হবে দ্বীনের শিক্ষায়।
চঞ্চল বলে রাইসা টুনটুনি নামে
পিতার ডাকেতে থাকে সব সময়েতেে
আমি তারে মনে করি প্রাণের স্পন্দন।
মা-বাবায় সেবা পায় কন্যাদের হাতে
আন্তরিক সে সেবাটা হয় যে নির্মল
তাঁদের কষ্টে তাদের ঝরে আখি জল।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
বিঃদ্রঃ পেশায় আমি একজন ট্রেইনার। তিন মেয়েকে সামনে বসালাম। কীভাবে সনেট লিখতে হয় শিখালাম। তারপর বল্লাম এবার তিনজন তিনটা বিষয় নিয়ে সনেট লিখ। তারা সবাই উত্তীর্ণ হলো। আর কিছু দিন গেলে হয়ত তারা সবার সামনে পাঠকের দেয়া বিষয়ে সনেট লিখতে পারবে- ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১