অর্ক তর্ক করবনা অসুস্থ্য সময়ে
সকলেই কিছু হতে চায় বেঁচে থেকে
তবে কারো পথ থাকে চিরকাল বেঁকে
সাফল্য দুয়ার থেকে বহু দূর পথে।
ভাবছি সময়টারে কাটাই কি লয়ে
তখন স্মরণে আসে ব্লগার অর্ককে
যে কবি কবিতা ফুলে নানা রঙে আঁকে
উড়ে চলে দূর লোকে কথাদের রথে।
জানিনা কি তেল মাখি কবি অর্ক দেহে
তেলের জাত এখন গবেষণা করি
কি তেলে কেমন জানি কারো গাত্রে সহে।
আমি কি তাহলে কবি অবরণ্যে বরি?
এ কবিতায় এ কবি কেমন কি রাগে
তাই ভেবে মনে বড় ডর ভয় জাগে।
# ছন্দঃ অক্ষর বৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭