কবিতার ক্যানভাসে হৃদয় কথন
ফুটেউঠে। মায়াময় বিচিত্র রঙের
মুগ্ধতায় সম্মোহন বিস্তৃত; আকাশে
বিদ্যমাণ তারাদের মতন সুন্দর।
বর্তমান পাড়িদেয় অতীত স্মরণে
ভবিষ্যৎ ডাকে আয় কালের কিনারে,
স্বপ্নচুঁড়ে পৃথিবীর এপ্রান্ত ও প্রান্ত
কবিতায় আলপনা, অদ্ভুত সর্বত্র।
মোহময় কথামালা হে কবি সেলিম
আপনার কবিতায়, সাজানো গুঁছানো
পরিপাটি সে আঙ্গিনা দৃষ্টির প্রশান্তি।
অনন্তর মনভাবে রুচির বৈচিত্র
অফুরন্ত। পরিহারে কপট চরিত্র
অনুরূপ বাস্তবতা দেখিনি অনেক।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
প্রিয় কবি সেলিম আনোয়ারের সনেট কবিতা ‘শোহরত’ পাঠকের জন্য উপস্থাপন করলাম-
আমাদের অভিসার জেনে গেল লোকে
কতদিন বাঁধাহীন স্বপ্নজাল এঁকে
পথঘাট জলাশয় বনানীর ফাঁকে
বেড়িয়েছি জলে-স্থলে তটিনীর বাঁকে।
লুকোচুরি ভালবাসা ধরা পড়ে হায়
লাজে পরে ভাবি শুধু কি হবে উপায়?
কী ভাবে দেখাই মুখ প্রতিবেশী জনে
রটে গেছে এ খবর সকলের সনে।
ছি ছি রব চারিদিকে ব্যথা তাই মনে
দিনভর মুখ ঢেকে ভাবী প্রিয়জনে।
আমাদের প্রেমখানি হয়ে গেল জানা
কতদিন দেখিনা সে চাঁদমুখ খানা।
সবচোখ ফাঁকি দিয়ে দেখবো তোমায়
তুমিহীনা এ জীবন ভীষণ ব্যথায় ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:১৯