এই তো আর ক'দিন পর লাল রঙে চক্ষুশূল হবে আমাদের বিগত বিরহকাল।
কাঠ-মাঠি খুড়ে গুবরে পোকারা পুরনো প্রশ্ন গুলো টুকরো করে সাজাতে পারে যদি আবার!
বলা হবে বিরহ অন্ত শুধু অভিসারে না হয়ে ইচ্ছা অন্ত বা মৃত্যুতেও এসে ঠেকতে পারে।
ঠোঁটে যদি আগুন ঝরা কৃষ্ণচূড়া'কে লেপটে দেই পুণরায়, প্রশ্ন চোখে রাঙা হবে গোধূলী।
না! এ বসন্তে বর্ষার অভাব যে বড় বেশি বুকে। ধূলিতে ঢেকে গেছে পত্রপল্লব যত
হৃদয়ে, প্রকৃতিতে- পশলা দুই বারি পতন মরুকন্যা'র কান্নার মত শুষ্কতা তো ডাক দেবে না!
বরং ঝামেলা ছেড়ে শাওয়ারের নীচে এসো মিটে যাবে তৃষ্ণা উভয় ক্ষেত্র থেকে।
অধঃপতন নামে যদি নাম করণ করেও ফেলা যায়, তবুও তো ক্ষণিক তৃপ্তি উপেক্ষিত থাকে না!
অমন বিকৃত বসন্তের বিকৃত সন্ধ্যা, সে না হয় আমারই প্রত্যাশার সাক্ষর হয়ে রইলো।
তোমার দায়ভার নেই এতে কোন।যদিও পিছু ফিরে যেতে তোমার সুযোগ কিছু কম ছিল না!
আহারে বসন্ত,কোন অভিশপ্ত রাজার উত্তরাধিকারী তুমি? তোমার রক্তে কেন এতটা লাল রঙ ঝরে?
১৫/০২/১১
ছবি:pleasure in pain by Iwona Blasi
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ১:৫৫