বিষকাঁটা জন্মাবধি বিঁধে রয়েছে পায়ে।
দ্বিমুখী পথ প্রতি পদে, আমি কোন পথে পা বাড়াই
কোন শূন্যতাকে আপন করে রাখি নিদ্রাহীন পূর্ণিমায়
নির্জন অরণ্যে নির্বাসনের কালে?
আপদ ধর্ম বানী নিয়ত যদি আমিই শুনি
শুদ্ধতা কণ্টকময় যদি হয়, তবে কি দূষিত নয় সময়?
আর কত কাঁটা বেছে এই জীবন ভক্ষণ
এবার না হয় চৌপদী সভ্যতার কলিজা ছিড়ে উনুনে চাপাই;
দুষ্ট না হয় হলো ধর্ম তাতে কিছু! আমার কি আসে যায়?
নিজেকে হত্যা করায় পাতকী যদি গুরু হয়
অস্ত্র তবে কেন চালাই না অন্যের ঘাড়ে?
২৬/১২/১০
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:২২