হৃদয় যে হায়! কোন সে ছার রক্ত মাংসের পিণ্ডই বটে..সেখানে শক্ত শিকড় গেঁড়ে ভালবাসা আর কতদিন টিকে?
শুধু সময় যখন দ্রুত চলে আর বোঝা যায় না যে সুখের দিন।
শরত ডিঙ্গিয়ে বসন্ত দিন যেন শোধ করে তার সকল ঋণ.
আষাঢ় কিংবা শ্রাবণ থেকে গেছে কবে সে ভিন্ন হয়ে,
বর্ষা এখন অন্যের ঘরে মুখ লুকিয়ে না হয় কাঁদে বড় জোর ক'টা দিন..
তার পরে তো সবই মরু...তৃণ তৃষ্ণা মেটে কি আর!
তমাল তলা কাকে বলে? কৃষ্ণ নীলা সাঙ্গ যার?
জীবন যখন এমন জ্বলা ধরে রাখার শক্তি নাই।
স্বপ্ন কি তখন কে জানে আর! সব কিছুই যে অন্ধকার!
[ছবিঃইন্টারনেট]
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:১৭