জ্যোৎস্নার আলো নিয়ে যে চাঁদ ওঠে
তার তরে তো সবাই জাগে-
তুমি জেগেছো শুধু নিভৃতে একাকী
যে তিথিতে চাঁদের কথা সবাই গেছে ভুলে।
শুধু তুমিই আমারে দিয়েছ তাই
যা দেয়নি কেউ ভুল করে।
অথবা দিতে চেয়েছিল বলেই,
ভুল করে ভুলে গেছে কাল-অন্তরে।
স্বপ্নের হাজার রঙ
কালো শুধু অচ্ছুৎ প্রতি পদে
কবে কে তার শুভা শুধে!
শুধু তুমি কেবল বললে বরং
রাত্রি আঁধার বলেই স্বপ্নেরা ভিড় করে।
শুধু তুমি আমারে চেয়েছো সে ভাবে
পরিবর্তনহীন আমি যে স্বভাবে।
শুভকামনায় যে বুক কষ্ট রাখে ধরে,
ভালবাসা বর্ষণহীন যে অন্তরে
তুমিই শুধু আপন বলে ডেকেছো তারে।
. .________.
[ছবিঃইন্টারনেট]
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:২৫