একটা সময় মানুষ যখন গ্লোবাল ওয়ার্মিং এবং ওজনস্তর ক্ষয়ের ব্যাপারে জানা শুরু করল তখন চারিদিকে বেশ প্রচারণা আর সচেতনতা তৈরির চেষ্টা চলতে লাগল।আমরা ছোট বেলায় পাঠ্যবইগুলোতে এবিষয়ে পড়েছি।তখন ভাবার চেষ্টা করতাম গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পোলার আইসক্যাপের বরফ গলে গিয়ে পৃথিবীর নিচু এলাকা প্লাবিত হলে মানুষগুলোর কি হবে সেটা ভেবে আতংকিত হতাম।পৃথিবীর জলবায়ু,জীবকুল আর মানুষের জন্য শীর্ষ হুমকি ছিল এগুলোই।কিন্ত কেউই হয়ত আগে থেকে ভাবতে পারেনি সবকিছুকে ছাপিয়ে ঝড়ের গতিতে পৃথিবীর সব দূষণকে পেছনে ফেলে দেবে প্লাস্টিক দূষন।কি,বিশ্বাস হচ্ছে না?তাহলে আসুন নিচের ছবিগুলো দেখি।
অনেকে মনে করবেন এগুলো তো খালি কার্টুন ছবি!!তাহলে এবার নিচের ছবিগুলো দেখি।
প্লাস্টিকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর দাম কম।বেশিরভাগ জিনিসের সাথেই প্লাস্টিক ব্যাগ বোতল কন্টেইনার ফ্রীতে পাওয়া যায়।তাই যত্রত্ত্র ছুড়ে ফেলা হয় সহজেই। আমার আপনার ছুড়ে ফেলা প্লাস্টিকের জিনিস একসময় জমে গিয়ে পাহাড় সমান হয়ে যাচ্ছে।
যদি মনে হয় এগুলো তো অন্যদের দেশের ছবি। এতে আমাদের কি?তাহলে এবার আসুন আমাদের দেশের চিত্র দেখি।
আরো ছবি থাকছে পরের পর্বে।
ছবিসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪০