এতো সচেতন মূলক অনুষ্ঠান, প্রচারাভিযান সত্বেও মাদকের মরণ ছোবল থেকে আমরা বেরুতে পারিনি। এখনো মরণ নেশা ইয়াবাসহ ধরা পড়ছে সরবরাহকারীরা। আসুন আমরা এই বৃত্ত থেকে বেরুতে আন্দোলন গড়ে তুলি। আর কোনো তরুণ অথবা তরুণী যেন মাদকের সর্বনাশা মরণ ছোবলে ঝরে না পড়ে।
ইয়াবা ট্যাবলেটসহ নায়িকা ও মডেল গ্রেপ্তার
ইয়াবাসহ গ্রেপ্তার চলচ্চিত্র নায়িকা ইয়াসমিন সিকদার মৌ ও মডেল বিপাশা আক্তার মুন্নী ইয়াবা ট্যাবলেটসহ রাজধানীতে আবারো গ্রেপ্তার হয়েছে এক নায়িকা, এক মডেলসহ তিনজন। তারা হলো, চলচ্চিত্র নায়িকা ইয়াসমীন সিকদার মৌ (২২), মিউজিক ভিডিওর মডেল বিপাশা আক্তার মুন্নী (২১) ও তাদের বন্ধু কায়সারুল ইসলাম (২১)। শুক্রবার রাতে পল্লবী থানাধীন রূপনগর এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২টি ইয়াবা ট্যাবলেট।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উপ-অঞ্চলের কর্মকর্তারা খবর পান পল্লবীর রূপনগরে একটি চক্র অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। খবর পাওয়ার পর ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা নিশ্চিত হন চলচ্চিত্র অভিনেত্রী মৌ এ ব্যবসার সঙ্গে জড়িত। এরপর রাত পৌনে ১১টায় ইন্সপেক্টর ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম রূপনগর হাউজিংয়ের সি ব্লকের ১৮৭ নম্বর বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির সপ্তম তলার বামপাশের ফ্ল্যাটে চলচ্চিত্র অভিনেত্রী মৌয়ের বাসা। মাদক কর্মকর্তারা সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার করেন ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসেট।
মাদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মৌ জানিয়েছে, সে নিজে ইয়াবা সেবন করে। বিপাশা ও কায়সার তার বন্ধু। ওদের মতো অনেকেই তার ফ্ল্যাটে আসতো ইয়াবা সেবনের জন্য। তারা নিজেরা সেবনের পাশাপাশি ইয়াবা বিক্রিও করে আসছে। পরিচিতদের অনেকেই তাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করতো। মৌ জানিয়েছে, সে এ পর্যন্ত ১৮টি ছবিতে অভিনয় করেছে। তার অভিনীত ছবির মধ্যে চান্দি গরম, টেনশন, শীর্ষ সন্ত্রাসী ও চোরসহ বেশ কয়েকটি হিট হয়েছে। মাদক কর্মকর্তারা জানিয়েছেন, মৌ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের নাম ফাঁস করে দিয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য একাধিক টিম অভিযানও শুরু করেছে। ইয়াবা সেবনকারী কয়েকজন নামি নায়ক-নায়িকার নামও বলেছে মৌ। তাদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে। কোনো প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার করা দুটি মোবাইলের কললিস্ট চেক করা হচ্ছে।
গ্রেপ্তারকৃত মুন্নী বিভিন্ন শিল্পীর গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছে। মৌয়ের মাধ্যমে সে ইয়াবা নেশায় আসক্ত হয়ে পড়ে বলে জানিয়েছে। আর মুন্নী ও মৌয়ের ঘনিষ্ঠ বন্ধু কায়সার। সে মিরপুর কলেজের ছাত্র।

আলোচিত ব্লগ
"মিস্টার মাওলা"
বিটিভিতে খুব সম্ভবত আগে একটি বাংলা ছবি প্রচার করা হতো , নাম 'মিস্টার মাওলা'। নায়ক রাজ রাজ্জাক, অভিনিত ছবির সার-সংক্ষেপ কিছুটা এমন: গ্রামের বোকাসোকা, নির্বোধ ছেলে মাওলা। মাকে হারিয়ে শহরে... ...বাকিটুকু পড়ুন
এখন বোঝা যাচ্ছে বাংলাদেশ কেন উন্নত দেশ হতে পারেনি এবং ভবিষ্যতেও (সম্ভবত) হতে পারবে না…
১. সশস্ত্র যুদ্ধের মাধ্যমে গুটিকয়েক যে কয়েকটি দেশ বিশ্বে স্বাধীনতা লাভ করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ১৯৭১ সালে এত রক্তের বিনিময়ে যে দেশ তৈরি হয়েছিল, তার সরকারে যারা ছিল... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সুনিতা উইলিয়ামস: মহাকাশ অনুসন্ধানে অনুপ্রেরণার যাত্রা
সুনিতা উইলিয়ামস কে? যদিও তুমি তোমার পাঠ্যপুস্তকে সুনিতা উইলিয়ামসের কথা শুনেছো, তবুও তুমি হয়তো ভাবছো যে সে কে ?
বিখ্যাত নভোচারী সুনিতা উইলিয়ামসের ক্যারিয়ার ২০ বছরেরও বেশি সময় ধরে সেরা, এবং... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ইলন মাস্ক , এসময়ের নায়ক
সুনিতা উইলিয়ামদের ফিরিয়ে আনার আসল নায়ক!
৯ মাস! হ্যাঁ, পুরো ৯ মাস ধরে মহাকাশে আটকে ছিলেন নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম। একটি কারিগরি ত্রুটির কারণে তিনি পৃথিবীতে ফিরে আসতে... ...বাকিটুকু পড়ুন
রাজনীতির পরিপক্কতা বনাম আবেগ: হাসনাত ও সারজিস বিতর্কের বিশ্লেষণ
প্রতিকী ছবি
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সাম্প্রতিক ফেসবুক পোস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই দুই নেতার প্রতিক্রিয়া বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, তারা একই ঘটনার... ...বাকিটুকু পড়ুন