আমি যত পোষ্ট লিখেছি, এই পোষ্টটি হবে সবচেয়ে বিরক্তিকর; কারণ, এই পোষ্টে আমি ১টি প্রচলিত উপদেশ সম্পর্কে বলতে যাচ্ছি; উপদেশ দেয়া খুবই বিরক্তিকর কাজ। আমি এই ব্লগে কাউকে বই পড়তে বলিনি; সবচেয়ে বড় উপদেশ আমি দিয়েছি, "আপনি বিয়ে করে ফেলুন"; আমি যখন উদেশ দিই ভেবেচিন্তে দিই না; হয়তো, অনেক বিবাহিত ব্লগারকেও বিয়ে করার উপদেশ দিয়েছি। আমার জানা মতে, ব্লগার রাজিব, নুরু সাহেব ও জলদস্যুকে বিয়ে করার উপদেশ দিইনি।
আমি যেই বিষয়ে লিখছি, ইহা একটি উপদেশ, এবং ইহা সবচেয়ে পুরাতন উপদেশ; ইহা সবচেয়ে পুরাতন একটি সমস্যা সম্পর্কে, যা খুব ধীর গতিতে সমাধান পাচ্ছে; কিন্তু কোন কোন জাতিতে ইহা বাড়ছে, এবং মনে হয়, কখনো এই সমস্যা পুরোপুরিভাবে শেষ হবে না।
উপদেশটা আমার নয়, ইহা মানব সমাজে প্রচলিত একটি উপদেশ, "আপনি বিবাহিত হলে, স্ত্রী থেকে লুকিয়ে কোন কিছুই করবেন না"। ইহা নিয়ে লেখার কথাটা মনে এসেছিলো ব্লগে একটা পোষ্ট পড়ার পর; অবশ্য, আমার অনেক পোষ্টের ধারণার পেছনে অন্য ব্লগারের পোষ্ট কাজ করে থাকে। ইহা নিয়ে গত সপ্তাহেও একটা পোষ্ট লিখেছিলাম, সেটা সামুটিম ড্রাফট করে ফেলেছে; এই সপ্তাহে আমার বয়স কিছুটা বেড়েছে, বুদ্ধিমত্তা কিছুটা বেড়েছে, এমনভাবে লিখছি, এবারেরটা ড্রাফট হবে না; এবারেরটা ড্রাফট হলে, কাজ বেড়ে যাবে, আগামী সপ্তাহে আবার লিখতে হবে।
আপনি আপনার সকল কাজকর্ম সম্পর্কে আপনার স্ত্রীকে জানাবেন। আপনি যদি লজিক্যালী সঠিক থাকেন, এবং আপনার কাজে যদি আপনার স্ত্রী ক্রমাগতভাবে বাধা দেয়, আপনাকে বুঝতে হবে যে, আপনার স্ত্রী খুব একটা বুদ্ধিমতি নন, কিংবা আপনাকে কোন কারণে পছন্দ করছেন না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসলে, আপনাকে ভুল কিছু করতে বাধা দেবেন, এবং সঠিক কাজ করতে সাহায্য করবেন; সুতরাং, সব বিষয়ে আপনার স্ত্রীকে জানাবেন।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০১