# আমি মোটেও মুভি ফ্রিক নই।সচরাচর যা করি তা হল প্রথমে IMDb বা রোটেন টমেটোসের রেটিং দেখি, অন্যান্যদের রিভিউ পড়ি, ঊইকিপিডিয়াতে হালকা কাহিনী পড়ে আগ্রহ জন্মালে তবেই ডাউনলোড দেই। অনেকের দ্বিমত থাকতেই পারে,কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে মুভিটা দেখার পর অন্তত পুরা সময়টা নষ্ট হল এইটা মনে হবে না। মুভি দেখার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ থাকে সত্য ঘটনার উপর নির্মিত মুভি গুলো।এছাড়া ডিটেক্টিভ, থ্রিলার,হরর,কমেডি মুভিও দেখা হয়। সাই-ফাই ,অতিরিক্ত ভিএফএক্স ব্যবহার হয় এমন সিনেমা কম দেখা হয় । আজ দুটি সিনেমার রিভিউ দিব।এরমধ্যে একটা থাই আর একটা বলিউডের।
Bad Genius
IMDb: 7.8/1
Rotten Tomatoes :92%
সত্য ঘটনার উপর নির্মিত সিনেমাটি মুলত লিন নামের জিনিয়াস এক মেয়েকে কেন্দ্র করে যার বাবা একজন স্কুল টিচার।শহরের নামকরা ব্যয় বহুল একটি স্কুলে লিন ভর্তি হয়।তবে মেধাবী হওয়ায় তার টিউশন ফি ফ্রি পায় লিন।স্কুলে বান্ধবি হিসেবে পায় গ্রেস - কে।গ্রেস ভালো মেয়ে হলেও লেখা পড়ায় কিছুটা দুর্বল।তাই , পরীক্ষায় তাকে সাহায্য করে লিন।গ্রেসের বয়ফ্রেন্ড প্যাট এক ধনীর দুলাল।সেও পড়ালেখায় ডাব্বা।তাই তাকে এবং তার বন্ধুদের পরীক্ষায় সাহায্যের বিনিময়ে লিনকে টাকার অফার দেয় প্যাট।এরমধ্যে লিন জানতে পারে টিউশন ফি ফ্রি হলেও ম্যানটেনেন্স ফি হিসেবে তার বাবাকে স্কুলে মোটা অঙ্কের টাকা দিতে হয় ।তাই সে প্যাটের অফার গ্রহন করে। কিন্তু ক্লাসের আরেক টপার ব্যানক লিনের পরীক্ষায় চিট করার বিষয়টা প্রিন্সিপালকে জানিয়ে দেয়......কি হয় এরপর?
Challo Driver
IMDb: 6/10
উদ্ভট নাচ,গানের কারনে বলিউড মুভি খুব কমই দেখা হয় ।এই মুভিটাও অসাধারন কোন মুভি না ।হার্ডডিক্সে ছিল তাই দেখেছিলাম । তবে টাইম পাস হিসেবে মোটামুটি ধরনের । ছবির নায়ক নায়িকাও তেমন পরিচিত কেউ না ( হয়তো বা আমিই চিনি না )

বিশাল ধনী এতিম , বদরাগী, এরোগেন্ট অর্জুন দাদার সাথে থাকে আর নিজেদের ব্যবসা দেখে। অফিসে সবাই তাকে টার্মিনেটর নামে ডাকে।কিছু হলেই চাকরি থেকে ছাটাই করে এ জন্য ১-২ মাসের বেশি কোন ড্রাইভার টেকে না তার। দাদা চান নাতীর পরিবর্তন আসুক ।অবশেষে নাতির সাথে বাজি ধরেন এবার যে ড্রাইভার নিবেন তাকে যেন কমপক্ষে ছয়মাস রাখে।বাজিতে রাজি হয় অর্জুন।ঘটনাক্রমে ড্রাইভার হিসেবে ইন্টারভিউ দিতে আসে তানিয়া নামের স্মার্ট ও শিক্ষিত এক মেয়ে । এরপর ঘটতে থাকে নানা ঘটনা ......
# অনেকদিন পর ব্লগে আসলাম।সিরিজ হিসেবে লেখার ইচ্ছা আছে ।দেখা যাক কয়দিন কন্টিনিঊ করতে পারি ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৮ রাত ১১:০০