
বাংলাদেশিদের ক্রিকেট উন্মাদনা এত বেশী হওয়া সত্তেও আমাদের নিজস্ব কোন স্পোর্টস চ্যানেল নেই যা সত্যিই অনেক দুঃখের । স্টারস্পোর্টস,ইএসপিএন সহ যেগুলো আছে এগুলোতো শুধু ভারত বন্দনাতেই ব্যস্ত। তারা চৌদ্দশ কোটি বছর আগে যেসব খেলায় ইন্ডিয়া জিতসে সেগুলা খুব যত্নসহকারে দেখালেও অন্যান্য দলগুলোর খেলা তেমন দেখায় না । এসব চ্যানেল দেখলে মনে হয় ইন্ডিয়া বুঝি ভিনগ্রহের কোন দল , যারা কখনো হারে না ।
চ্যানেল নাইন এক্ষেত্রে কিছুটা এগিয়ে এসেছে ( যদিও এটি পূর্ণাংগ স্পোর্টস চ্যানেল নয় ), আশা করি ভবিষ্যতে চ্যানেলটি আরো দক্ষতা দেখাবে
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ বিকাল ৩:০৬