খুব দুঃখ নিয়ে লিখছি। ব্লগে যোগ দেয়ার পর থেকে জানামতে কারো সাথে মনোমালিন্য হয়নি। একআধটু ঠোকাঠুকি হয়ত হয়ে থাকতে পারে তবে সেটা কোনভাবেই বিচলিত হবার মত নয়। সুদীর্ঘ চার বছর আগে নিক খুললেও নিয়মিত হয়েছি ছয়/সাত মাস আগে। এর মধ্যে সবাইকে বন্ধু হিসেবেই পেয়েছি। সবাই উৎসাহ দিয়েছেন, লেখার প্রশংসা করেছেন। কেউ কেউ গঠনমূলক সমালোচনাও করেছেন। ব্লগারদের এই সৌহার্দ্যমূলক সহাবস্থান আমাকে একাধারে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। কিন্তু আজ লিখতে বসে একটু কষ্টের দীর্ঘশ্বাসও কি বেরিয়ে আসছে না?
আমি জেনেছি এই ব্লগে পূর্বে কোন একসময় পাঁচ-ছয়শো ব্লগারকেও একসাথে দেখা যেত। কিছু জটিলতা ও আনুষঙ্গিক কারণে ব্লগ অনেক সংকুচিত হয়ে এসেছে। এখন শতাধিক ব্লগারকে একসাথে পাওয়া খুবই মুশকিল। তারপরও কিন্তু বর্তমান অবস্থাকে একেবারে খারাপ বলার উপায় নেই। যাঁরা আছেন তাঁরাও প্রায় সবাই খুব ভালোমানের লেখক। কিন্তু একটা ব্যাপার বেশ কিছুদিন যাবত মনকে পীড়া দিয়ে যাচ্ছিল। মতের মিল না হওয়ার কারণে এখানে কারো কারো সাথে কারো কারো মনোমালিন্যের মত ঘটনাও ঘটে। আর এই মনোমালিন্যকে কেন্দ্র করে কেউ কেউ অভিমান করে ব্লগ ছেড়েও চলে গেছেন, যাচ্ছেন হয়ত ভবিষ্যতেও যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে- এমন কী মনোমালিন্য হচ্ছে যার কারণে ব্লগাররা ব্লগই ছেড়ে দিচ্ছেন? তাহলে একথা কি ভেবে নেয়া যুক্তিসঙ্গত নয় যে কারো লেখার সমালোচনা করতে গিয়ে আমরা সীমা অতিক্রম করে ফেলছি? গঠনমূলক সমালোচনাকে কেউ যদি নিজের জন্য ক্ষতিকর মনে করে তবে তার ব্লগ ছেড়ে চলে যাওয়াই উচিত। কিন্তু গঠনমূলক সমালোচনার পরিবর্তে যদি কেউ ব্যক্তিগত আক্রমণের শিকার হয় বা তাচ্ছিল্যের শিকার হয় বা কারো লেখা নিয়ে উপহাস করা হয় তাহলে সে অভিমানে বা ক্ষুব্ধ হয়ে ব্লগে আসা ছেড়ে দিলে কি তাকে দোষ দেয়া যায়?
বর্তমানে এমন অনেক ব্লগারকে মিস করছি যারা কিছুদিন আগেও নিয়মিত ছিলেন। কেউ কেউ হয়ত ব্যস্ত আছেন, সময় পাচ্ছেন না বা ছোটাছুটির মধ্যে আছেন তাই অনিয়মিত। কিন্তু আমার জানামতে অনেকেই অভিমান করে ঘোষণা দিয়ে ব্লগ ছেড়েছেন। তাদের অভিমান কি যৌক্তিক ছিল নাকি অযৌক্তিক ছিল সেটা আমি বলতে পারব না। হয়ত তারা কাউকে অযথা ভুল বুঝেছেন বা কারো কথায় দুঃখ পেয়েছেন বা ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। তবে তাদেরকে ব্লগে ফিরিয়ে আনার দায়িত্বটা কিন্তু আমাদেরই।
আমাদের সকলের উচিত হবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করা। কারো কারো সাথে কারো কারো ফেসবুকে বা অন্য কোন সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও যোগাযোগ আছে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি বুঝিয়ে শুনিয়ে তাদেরকে কিভাবে আবার ব্লগে আনা যায় আর ব্লগের হৃত গৌরবকে কিছুটা হলেও পুনরুদ্ধার করা যায়।
নিয়মিত যাদেরকে বেশ অনেকদিন যাবত দেখছি না তাদের ব্যাপারে আপনারা হয়ত কেউ কেউ জানেন এবং অনুভব করছেন। তাদের কারো জন্য কিছু বলার থাকলে বলতে পারেন। আসলে এমন একটি পোস্ট দেব বলে বেশ কিছুদিন থেকে চিন্তাভাবনা করছিলাম। এই পোস্টটা আমার পক্ষ থেকে না হয়ে আরও কোন হেভিওয়েট ব্লগারের পক্ষ হতে হলে অনেক ভালো হত এবং আরও বেশি সাড়া ফেলতে পারত। কিন্তু আমাকে নিজাম (মন্ডল) ভাই গতরাতে এ ব্যাপারে একটা পোস্ট দিতে বলেছিলেন আর আমারও চিন্তাভাবনা ছিল, তাই এই লেখা। আশা করি আপনারা এ ব্যাপারে যথাযথ মতামত ব্যক্ত করবেন? উপরের ব্লগারদের মধ্যে কমপক্ষে দু'জন অভিমান করে চলে গেছেন। আরও অনেকে যাওয়া-আসার মধ্যে আছেন। বাকীদের কথা বলতে পারছি না।
সবার জন্য শুভকামনা।
বিলি ভাইয়ের ব্লগঃ http://www.somewhereinblog.net/blog/Biliar
ভ্রমরের ডানা ভাইয়ের ব্লগঃ Click This Link
মলাসইলমুইনা ব্লগঃ Click This Link
নূর-ই-হাফসা ব্লগঃ http://www.somewhereinblog.net/blog/hafsablog
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১