মনের সবটুকু মাধুরী মিশিয়ে
একটি ছবি আঁকার চেষ্টা করছি বারবার,
একটি মুখাবয়ব ফুটিয়ে তুলতে চাইছি প্রাণপণে
হৃদয়ের গহীনে।
আবছা একটা অবয়ব কল্পনায় চলে আসে আবার
পরক্ষণেই ঝাপসা হয়ে যায়,
বারবার শুধু থমকে যাই;
পুরো ছবিটাকে কোনভাবেই ক্যানভাসে
ফুটিয়ে তুলতে পারছি না...
শুধু চোখ দুটো
পরিপূর্ণভাবে ধরা দিচ্ছে মনের আয়নায়।
আয়ত গভীর দুটি চোখ
যেন টলটলায়মান স্বচ্ছ দিঘি,
অনায়াসে পড়া যায় ভাষাগুলো;
একইসাথে তাতে মিশে আছে
গভীরতা, মায়া, সমর্পণ আর আকুতি
এক কোন থেকে মাঝেমাঝে উঁকি দিচ্ছে
দুষ্টুমি আর বক্র চাহনি।
শুধু দুটি চোখ আমাকে আটকে রেখেছে
দিনের পর দিন।
শেষমেশ ক্ষান্ত দিলাম আঁকাআঁকিতে;
ফ্রেমে বাঁধাই করে নিলাম ও দুটি চোখ...
এখন খুঁজতে বেরোব,
জানি না কবে পাব বা আদৌ পাব কিনা;
তবুও আমাকে খুঁজতে হবে
বাস্তবে কারো সাথে যে মেলাতেই হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২