জীবনটা স্প্রিন্ট(১০০/২০০ মিটার দৌড়) না,
এটা ম্যারাথন (৪২.১৯ কিলোমিটার)!!
এখানে ক্ষণিকের চোখ ধাঁধানো গতি থাকলেই নয় বরং দাঁতে দাঁত চেপে টিকে থাকলে এবং নিয়মিত নিজেকে গড়ে গেলেই শুধু ম্যারাথন মানে জীবনে জেতা যায়!
আপনি কি মনে করেন মেধাবীরা সব সময় জয়ী হয়? ইতিহাসে বিশাল জায়গা করে নেয়?
----কখনই না!
এমন অনেক মেধাবীই আছে যারা মেধার হালকা ঝলক দেখিয়েই দুনিয়া ছেড়ে চলে গেছে আবার অনেকে হয়েছেন "আনাড়ি থেকে আহামরি", অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরী করেছেন নিজের মেধা, মনন ও প্রজ্ঞা!
#ফ্রান্সিস_বেকন শুধু মেধা নিয়ে জন্ম গ্রহণ করে ইতিহাসের সেরা লেখকদের একজন হন নি। তিনি পড়ে ফেলেছিলেন তার সময়ের মোটামুটি মানের প্রকাশিত সমস্ত বই এবং নিজেকে বানিয়েছিলেন অপরিমেয় জ্ঞানের ভান্ডার!
#আর্নেস্ট_হেমিংওয়ে প্রথমে লেখক ছিলেন না, যখন তিনি লেখক হতে চাইলেন তখন তিনি প্যারিসে চলে আসেন এবং সবসময় জ্ঞানী এবং গুনী লেখকদের সাথে চলাফেরা শুরু করেন! নিজের পরিবর্তন,পরিবর্ধন ও পরিমার্জন শুরু করেন।
#জ্যাক_মা প্রথম এবং দ্বিতীয়বার কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি! তৃতীয়বার একটা '4th Graded' কলেজে চান্স পান! দক্ষতা এতটা কম ছিল যে চায়নাতে একটা মোটামুটি মানের চাকুরীও জোগাড় করতে পারছিল না। অদক্ষ একটা টিম নিয়ে আলিবাবা ডটকম শুরু করেছিলেন কম্পিউটার বিষয়ক শূন্যের কাছাকাছি জ্ঞান নিয়ে!
অক্লান্ত পরিশ্রমে যোগ্যতা, মেধা, বক্তব্য প্রদানে পটুতা তৈরীই করেন নি তিনি পাশাপাশি ২০১৪ হয়েছেন চায়নার শীর্ষ ধনী, এখন বিশ্বের ২১তম ধনী‼️
#অক্ষয়_কুমার কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, ৫০ বছরের বেশি বয়সের কোন বলিউড স্টার ম্যারাথনে অংশ নেওয়ার সাহস করে না কিন্তু আপনি কিভাবে এখনও বহাল তবিয়তে ম্যারাথন শেষ করে যাচ্ছেন?
অক্ষয় উত্তর দিয়েছিল---- "গত ৩০ বছরে সূর্য কোনদিন আমার আগে উঠতে পারেনি!"
তার মানে একদিনের ঝলকানিতেই কি নিজেকে প্রতিষ্ঠিত করা যায়? ----কখনই না! প্রতিদিনের নিয়ম জরুরী!
#টমাস_আলভা_এডিসন এর মাকে স্কুল থেকে চিঠি দেয়া হয়েছিল যাতে তাকে আর স্কুলে পাঠানো না হয়! কারণ স্কুল কর্তৃপক্ষের কাছে এডিসনকে বুদ্ধি প্রতিবন্ধী মনে হয়েছিল!
সেই এডিসনই তার মায়ের সহযোগিতা এবং নিজের ধারাবাহিক গবেষণার মাধ্যমে হয়েছিলেন American Greatest Inventor! আবিষ্কার করেছিলেন বৈদ্যুতিক বাল্ব, ফনোগ্রাফ, টেলিফোন স্পীকার ও মাইক্রোফোনের ট্রান্সমিটারসহ ১০৯৩ টি জিনিস‼️
#ড_আতিউর_রহমান টাকার অভাবে পড়তে পারছিলেন না। ভাইসহ গামছাতে করে বাজারে টাকা তুলে করেছিলেন পড়াশুনা! অদম্যভাবে দিনের পর দিন চলতে থাকা আতিউর রহমান পরবর্তীতে হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ২০১৫ সালের এশিয়া-প্যাসিফিকের প্রধান ব্যাংকার‼️