একবার এক ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম "এত ভালো ভার্সিটিতে পড়ো! বাবা মা খুশি! এর পর ও এত ডিপ্রেশনে কেমনে থাকো! "!!
Then He Replied "আর একটা বছর! তখন তোমাকে আমি বলবো " welcome to university Life"!
.
ফ্রাস্ট্রেশন -ডিপ্রেশন ওয়ার্ড দুইটা আমার ডিকশনারিতে ছিলোনা বললেই চলে!
.
শুধু প্রেমে ছ্যাকা খাইলেই ডিপ্রেশন আসেনা। সেপারেশন আসলেই ফ্রাস্টেশন আসেনা!
.
ফ্রাস্ট্রেশন তখন আসে যখন তুমি তোমার আশেপাশের টুফেসড মানুষ দের চিনবা!যে তোমাকে সবচেয়ে ভালো বন্ধু বানাবে, মুখে বলা বোন বানাবে, তোমাকে ফিল করাবে তোমাকে পেয়ে সে বা তারা ধন্য! তারপর তোমার সবকিছু জেনে তোমাকে ব্যাকবাইট করবে! তোমার প্রতি জেলাসি নিয়ে তোমার সবকিছু কেড়ে নিবে! তখন তোমার মনে হবে একটু বন্ধুত্ব ছাড়া তো কিছু চাইনি! এতকিছু পেলাম কেন তাহ্লে! তখন তোমার ফ্রাস্ট্রেশন আসবে।
.
যখন তোমার আশেপাশের মানুষের কাছে স্বার্থপরতা আর জেলাসি ছাড়া আর কিছুই দেখবানা তখন তোমার ফিল হবে ব্যাপারটা এমন হলো কেনো! ব্যাপারটা সুন্দর হলেও তো পারতো।তখন তুমি ডিপ্রেশনে ভুগবা।
.
ছোটবেলা থেকে স্কুল কলেজ লাইফে এই জিনিস্টাই আমরা সবচেয়ে কম পাই। স্বার্থপরতা জিনিস টা। ফ্রেন্ডশিপ গুলো অনেক নিষ্পাপ হয়! স্বার্থহীন হয়!
কিন্তু আমার ভাগ্য এতোটাই মারা খাওয়া যে এই স্কুল লাইফ টাও ৫-৬ টা স্কুলে ভাগ হয়ে যাওয়ায় খন্ডবিখন্ড মেমোরিজ নিয়ে আছি।
.
আমি মানুষ চিনি খুব দেরীতে! কিন্তু এখন চিনি! প্রতিনিয়ত কাউকে না কাউকে চিনতেছি। বড় হচ্ছি ধীরে ধীরে!
.
আমি যখন ছোট ছিলাম ভাবতাম বড় হবো কবে! বড় হওয়ার তীব্র ইচ্ছায় ছোটবেলা টা পার করেছি। এখন নিজের উপর রাগ হয়! কেনো বড় হতে চেয়েছিলাম!
.
আমাকে কিছুদিন আগে একজন জিজ্ঞাসা করেছিল আমার ক্লোজ ফ্রেন্ড কয়জন! অদ্ভুতভাবে বিনা দ্বিধায় উত্তর দিয়েছিলাম "একজন ও নাহহ"!
.
আসলেই একসাথে চিল করলে বন্ধু হওয়া যায়না! সেল্ফি তুলে চেকইন দিলেই ক্লোজ হওয়া যায়না। অনেক অনেক ট্যুর আর হ্যাংগাউট এরেঞ্জ করলেই বেস্টবাডিজ হওয়া যায়না!
.
তুমি যখন একজনের ঘাড়ে নিজের চোখের পানি ফেলে কমফোর্ট খুজতে যাবা আর পরক্ষণেই বুঝবা তার কাছে তোমার চোখের পানির বিন্দুমাত্র দাম নাই।সবকিছুই "শো অফ" তখন মনে হবে "বন্ধুবান্ধবী" শব্দগুলা শুধুই হাইলেভেলের একটা ব্যাডবাজ।ভার্সিটির ক্ষেত্রে এটা একটু বেশিই হাইলেভেলের।
.
তারপরও একটা কথা আছেনা? দেয়ার উইল বি এ হোপ অলওয়েজ?
.
সেই হোপ টা হলো ফ্যামিলি আর দূর্ভাগ্যক্রমে পাওয়া হাতে গোণা দু একজন কাছের মানুষ!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩