প্রতিটি মানুষ তার নিজ নিজ যাইগা থেকে নিজেকে ঠিক মনে করে!
যেমনঃ আপনি বাজার এ গেলেন এবং গিয়ে দেখলেন একটি ভাল লাউ, মাএ ১ পিছ ই আছে, কিন্তুু আপনার পাশাপাশি আরও একজন ক্রেতার নজর ও সেই লাউ এর উপর ই পরেছে।
কিন্তুু অপর সেই ক্রেতা সেই লাউ আপনার থেকে ৫ টাকা বেশি দিয়ে কিনে নিয়ে গেল, কিন্তুু আপনি সেই লাউটি তার আগে থেকে কেনার চেস্টা করেছেন আর আপনি লাউটি ক্রয় করতে না পেরে বাসাই চলে এলেন।
তারপর আপনি আপনার মাকে বললেন যে একটা ভাল লাউ পেয়েছিলাম কিন্তুু আর একজন টাকার দেমাগ দেখাইয়া লাউটা নিয়ে গেছে টাকার অনেক জোর!
অপর দিকে ওই ক্রেতা বাসাই লাউ নিয়ে গিয়ে মাকে বলল যে মা লাউটা খুব ভাল আর এক জনের থেকে ৫ টাকা বেশি দিয়ে নিয়ে আসলাম, লোকটা আগে থেকে দামাদামি করতে ছিল, আমি তারথেকে বেশিদিয়ে নিয়ে আসলাম না হলে এত ভাল লাউ কই পাইতাম!
বিষয়টা খুবই সাধারণ তাই না?