দেশে যেভাবে বঙ্গবন্ধুর নাম করনের হিড়িক চলতাছে! তাতে মানুষটা না জানি ঐপারে ও টানাটিতে আছে





১৫ আগষ্টের শোকের দিনে যেভাবে নব্য নেড়ি কুত্তারা রাইত বিরাইতে যন্ত্র দিয়ে মাতাম তুলে বাপ'রে ডাকার শুরু করেছে তাতে কিন্তু নির্ঘুমরাত জাগা অনেক বাপ কোদাল নিয়া
খাড়াইয়া আছে




আমি শুধু ভাবি হাসিনা কিছু বুঝে না? মানে তেল যে মারতাছে। এই রকম বেহিসেবী তেল মারাতে নানা ধরনের সামাজিক রোগ হইতে পারে। পরে এই রোগ সুইন পুলুর মহামারিতে রুপান্তরিত হওয়ার জন্য এন্টি নৌকা বাইয়োটিক টেবলেট খাইবো

বঙ্গবন্ধুর নাম নিয়া যারা মিরকী রোগীর মতো কাইন্দা কাইটা শেষ তাগো থেইকা দূরে থাকেন বু'জান। আইজা এক পত্রিকায় দেখালম.....( একটু পরে কইতাছি)
বঙ্গবন্ধুর নাম কেউ না নিলে ও তিনি এই দেশের সর্বান্তে বাইচা থাকবেন তাই চাটুকারদের লাইথ্থাইয়া দূরে সরান বু-জান। একবারের জন্য হলে ও ইতিহাস থেইকা
কিছু ছবক নেন প্লীলললললললললজ।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ব বিদ্যালয়।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
বঙ্গবন্ধু সেতু।
বঙ্গন্ধু নোভোথিয়েটার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ( এখানে নাকি আবার কোন ইন্ডিয়ান কাঁটা লাগাইবো

আরো আছে এখন মনে আসতেছে না

তয় আজকে এক পত্রিকায় দেখলাম গাজীপুরের শ্রীপুরে....
বঙবন্ধু সাফারী পার্ক করা হচ্ছে।

এই রকম যা তা নামকরনের মানে কি?? আপনার পরিবারের এবং আত্মীয় স্বজনদের কারো নাম মনে হয় বাদ নাই যে তাদের নামে কোন স্হাপনার নামকরণ করা হয়নি!!
অথচ টাকা জনগণের নাম আপনার পরিবার স্বজনদের!! এই দেশের জন্য কি আপনার পরিবার বাদে অন্য কেউ কিছু করে নাই? আপনার চামচাদের দেখলাম না কোন স্হাপনার নাম অন্য কোন জাতীয় নেতাদের নামে করতে। পারলে বীরশ্রেষ্ট মতিউর রহমানের নাম বাদ দিয়ে আব্দুর সেরনিয়াবাতের নাম লাগায়!!! অন্য কোথাও তেল মেরে কিছু-ই পাবে না জেনে শুধু আপনারে মাইরা যাইতেছে

২০১৩ এর দিকে আবার ঠিকই মনে পরবো....
ইতি
ছৈয়দ শেইমছূল হুক।
ওরে মৌসুমী তেল দাসেরা তোরা এবারের জন্য বঙ্গবন্ধু'রে চাইরা দে