নিজের জীবন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলুন। পুরোপুরি হ্যাঁ বোধক মানুষ হয়ে যান। সব সময় আপনার জীবনসঙ্গিনীর মন জুগিয়ে চলার চেষ্টা করুন। এমন কিছু করবেন না যাতে তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন।
বদলে ফেলুন নিজেকে
প্রধান প্রধান বাজে অভ্যাসগুলো যেমন ধুমপান, নাক ডেকে ঘুমানো, শব্দ করে চা খাওয়া, দেরিতে ঘুম থেকে ওঠা, খেতে বসে বাছাবাছি করা ইত্যাদি ত্যাগ করুন। নববধূর পছন্দ মাফিক হেয়ার কাট দিন এবং পোশাকের রং নির্বাচন করুন। নিজের এই বদলে যাওয়ার ব্যাপারটি নববধূর কানে কানে বলেও দিন এক ফাঁকে।
উপহার দিন প্রতিদিন
নববধূকে প্রতিদিন কোনো না কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন। ভালোবেসে যা দেবেন তাই --------------বাকি অংশ
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯