প্রতিদিন ভোরের ঘুম ভাঙে,
শিশির ভেজা হেমলীর মাঠের ডাকে !
দেখে সবুজের মাঠ,
বুকে মায়া ভরা ছবি আকে।
আনমনা শান্ত মনে,
গভীর হৃদয়ের বনে,সূর্যের দেখা মেলে !
মনে হয়,
রোদ, কুয়াশা লুকোচুরি খেলে ।
দেখে শিশির আর সবুজের সঙ্গ !
নিয়তির ভিজে যায় আনন্দে তার মনের অঙ্গ ।
আরো আনন্দে ভরে উঠে,মনের নিস্তেজ অঙ্গ !
এটাই হয়ত প্রকূতির আবহমান সঙ্গ ।
একদিকে পাখীর কলরব,অন্যধারে ভোরের রোদ কুয়াশা আনন্দে ঝড়ে অহংকার !
একেই বুঝি বলে নিয়তি,ভোরের সংসার।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩