তুমি সখা যার সনে আছো পরে প্রান্ত বনে
আমি সখা সে আছি তোমার অন্তগহীনে ।
শয়নে স্বপ্নে
আছো তুমি যে শুধু মোর ধ্যানে ।
তুমি মোর অন্ত পতি
পথ চেয়ে কেঁদে মরি আমি তোমারি সতি ।
ওগো তুমি মোর বিদ্বান
আমি যে তোমারি বিদুষী,
ওগো তুমি যে জীবন ভ্রমন সাথী
সেই পথ চেয়ে আছি বসে তোমারই বাদী
এবার আসিলে
জীবনতরে রাখিব তোমারে যে বাধী ।
তুমি যে মোর রঙমহলের সম্রাট
আমি যে তোমার সম্রাজ্ঞী ।
ভোর দুপুর রাতে
দেখে তোমায় শুধু করিয়া বন্ধ মোর দুটি আঁখি।
মনের অজান্তে লুকোচুরি খেলে হাজারো কবিতা,
লেখে ভরে ফেলেছি স্মৃতির ডাইরি পাতা,
কতশত স্বপ্নচূররা খেলছে আঁচল ভিড়ে
তবুও কি যেন রয়েছে মোর শূণ্যতা।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১