বুকে দুটো চেরির দানা ফুটে উঠতেই,
শুরু হয় মায়া স্বপ্ন বাধা !
রোজ দুপুরে বাঁশির সুর ধরে ডাকে,
কৃষ্ণ পাগল কোথায় সে রাধা ।
রাধা পাগল হল কৃষ্ণের জন্য
কৃষ্ণ পাগল রাধা বলে,
মনের নগর এইনা ঢোলে
ময়ূর নাচে তাইনা দেখে পাখনা তুলে।
ভর দুপুর কলস কাঙ্খে,
মাত্রী বলেন যাচ্ছনে ওই নদীর কূলে,
শ্রীমতি বলে,
আনবো শুধু কলস জল তুলে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১