টক টক।।কে??আমি।।খোলা দরজায় জিজ্ঞাসু নেত্রের সম্মুখিন।। ....আছে, না নেই,কেনো?? আমার একটা ম্যাগাজিন ছিলো...রঙ্গের আলোয় মনের ভূবন।। ঠিক আছে দেখছি।। একটু পরেই সেটা হাতে সামনে,এটা?? হ্যাঁ এটাই।। একটু যেন হালকা হাসির ছোয়া।। ভুলও দেখতে পারি।। না এক নূতন পথের নির্দেশনা।। দুটি পথ মিলিত হলো এক মোহনায়।।
প্রায় ৩টি বছর পর এই প্রথম কথা।। দেখা তো অনেকবারই।। তারপর "দেয়াল লিখনের" মাঝে যেন আরো কাছে আসা।। এভাবেই শুরু।। পথ চলা।। সুখে-দুখে,হাসি-আনন্দ আর অভিমানের পথ।। নিজের বলতে কিছুই নেই,সব আমাদের।। মাঝে মাঝে অ-নে-ক বড় না দেখা।। পথে অনেক ঝড়-ঝঞ্ছা।। সব নিদারূন অবহেলায় পদদলিত।।
কিন্তু একসময়ে অপ্রত্যাশিত পরাজয়।। হার মেনে যাওয়া,কূটবুদ্ধি আর প্রতিষ্ঠার কারনে।।মানতে না চাইলেও জেদের কাছে হার মানতে বাধ্য হওয়া।। জোর করে তো সবসময়,সবকিছু পাওয়া যায় না।। গেলেও তাতে স্বার্থকতা থাকে না।। তাই জোয়ারে গা ছেড়ে দেওয়া।।
এক সময় একই মাসে আবার একা হওয়া।। সব কিছু থাকার পরও,সব আনন্দের পরও একটা না পাওয়ার ব্যর্থতা।। অবুঝ মনের না বলা ব্যাথা-বেদনা।। ইচ্ছে করেই সব ছেড়ে নিঃসঙ্গ বেদনায় শেষ হয়ে যাওয়া।। কার কি লাভ হলো???? বিরাট একটা প্রশ্ন সবার কাছে।।
একটু উন্মনা, একটু হেরে যাাওয়ার হতাশা, একটু ত্য্যাগের নেশা (!!) পরিশেষে অপূর্ন বেদনায় হারিয়ে যাওয়াা।।
মাসটি সব পাাওয়ার সাথে হারানোরও।।
)
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ রাত ৩:৪৮