হঠাৎ করেই বধ্নুদের মাঝে কেমন একটা আলোড়ন দেখা দিল।। যার ঢেউ আমাকেও ছুয়ে ছুয়ে যাচ্ছিলো।। বয়স হয়েছে, জাবরটা বড়ই মধুর।। তাই কেটে যাওয়া।। সেই এককাপ চা দুজনে ভাগ করে খাওয়, এক সিগারেট ৩/চার জনে টান দেয়া, বন্ধুরাই আজ কাটুন নিয়ে বসতে পারি!! না আসলে অবাক হবার কিছুই নেই।। এটাই এগিয়ে চলা।। কিন্তু আন্তরিকতা নেই সেই আগের মত।। আজ ১০ কার্টুন ১০ জনেই নিয়েই বসতে পারি।। কারন কেউ আমেরিকা, কেউ কানাডা, কেউ অষ্টেলিয়া কেউ সুইডেেন বা মধ্যপ্রাচ্যেও।। অর্থের অভাব নে আজ!! ক্কিন্তু এটা কি ফিরিয়ে আনতে পারবে, সেই বছর ৩৫/৪০য়ের সেই আনন্দ কে??
পারবে না।। প্রমান কথোপকেথন।। সবার কন্ঠেই এক অনাস্বাদিত সুখের আবেশ।। ভুলে গেছি জীবনের প্রাথমিক দিকগুলি।। অবাক হতে যেয়েও হই না।। নিজ পরিবার থেকে বৃহত্তর পরিস্থিতিতে এটাই দেখছি।। সময়ের সাথে বদলে যায় সবার মানসিকতাও!! কিন্তূ আমারটা কেন নয়!! আমি কি আসলেই এলিয়েন!!
বদলে যাচ্ছে পৃথিবী, তার নিজের মত করেই।। সাথে বাধ্য করছে, আমাদেরও।। আমরা তাই পৃথিবীর নিয়মেই নূতন রূপ, নূতন ধারনা নিয়েই এগিয়ে চলছি।। হোক ভুল, ক্ষতি নেই।।
ঐ যে, ভুপেন হাজারিকার "বিস্তির্ন দুপারের" মতই।। আসলেও আমরা কিন্তু এই বৃত্ত থেকে বের হতে পারছি কি??
বাহুল্যে বলছি, ব্লগের চেহারা বদলে, মাল্টির রূপ অনেক বেড়েছে।। বেড়েছে সিন্ডিকেটের রূপও!! পড়ি, মন্তব্য করি, আবার ভাবিও।। এই জোয়ারে গা না ভাসালে, পরিনতি কি হতে পারে?? আসলে হবে না কিছুই।। কারন জোয়ারের পানিতে মন্দর সাথে ভেসে যায়, অনেক ভালও।।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৭ রাত ৩:৩৩