বিদ্যুতের লোড শেডিং-এ আমরা প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছি । আমরা কিছু কৌশল ব্যবহার করে বিদ্যুতের যথাযথ ব্যবহার করতে পারি । আসুন আমরা জেনে নি কম্পিউটার ব্যবহার করার সময় আমরা কিভাবে বিদ্যুৎ সেভ করতে পারি ।
আমরা পিসি ব্যবহার করার সময় প্রায় পিসি থেকে কিছু সময়ের জন্য চলে যায় । এসময় আমরা পিসিকে Stand By মুডে পিসিকে রাখতে পারি ।
এখন জেনে নি Stand By কি ?
Stand By হল উইন্ডোজের এমন একটি মুড যেখানে পিসি সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহার করে চালু থাকে । Stand By-এর সময় পিসির র্যাম, হার্ডডিক্স, মনিটর ইত্যাদি বিদ্যুৎ ব্যবহার করে না । এতে বিদ্যুতের অপচয় রোধ হয় ।
কিভাবে Stand By মুড সেট করা যায় ?
Start -> Turn Off Computer -> Stand By অথবা,
(উইন্ডোজ কী) -> U -> S
পিসি Stand By মুডে থাকা অবস্থায় মাউস নড়ালে বা কীবোর্ডের কোন কী চাপলে পিসি Normal mode-এ ফিরে আসবে ।এছাড়াও আপনি টাইম সেটিং করে মনিটর এবং হার্ডডিক্স ইত্যাদির বিদ্যুৎ অপচয় রোধ করতে পারবেন ।
এজন্য Start -> Run-এ desk.cpl লিখলে (অথবা ডেক্সটপের উপর ডান বাটনে ক্লিক করে Properties থেকে ) Display Properties ডায়লগ বক্স আসবে । Display Properties-এর Screen Saver টাব থেকে Power-এ ক্লিক করুন ।
Power Options Properties ডায়লগ বক্স আসবে । এর Power Schemes-এর Settings for Home/Office Desk power scheme থেকে Turn off monitor এর পাশের ড্রপ ডাউন লিস্ট থেকে সময় সেটিং করুন ।
Turn off monitor অপশনটি আপনি Screen Saver এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন । এতে আপনার মনিটর ভাল থাকবে এবং বিদ্যুৎ অপচয় রোধ হবে ।
এভাবে Turn off hard disks এবং System standby-এর সময় সেটিং করতে পারবেন ।
Power Options Properties ডায়লগ বক্সের Advanced টাবে ক্লিক করুন । When I press the power button on my computer -এর নিচের ড্রপ ডাউন লিস্ট থেকে Shut down নির্বাচন করুন । এবং When I press the sleep button on my computer -এর নিচের ড্রপ ডাউন লিস্ট থেকে Stand by নির্বাচন করুন ।
ফলে আপনার কীবোর্ডের power এবং sleep বাটনে ক্লিক করলে পিসি যথাক্রমে Shut down এবং Stand by হবে ।
[ বিঃ দ্রঃ- ইন্টারনেটে কানেক্ট থাকা অবস্থায় Stand by করা যাবে না । কারন এতে নেট ডিসকানেক্ট হয়ে যাবে । তবে Turn off Monitor এবং Hard disks করতে পারেন । ভিডিও চলার সময় Turn off Monitor অপশনি বন্ধ রাখুন । কারন এতে Monitor এর পাওযার অফ হয়ে যায় । ]
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০২