সিস্টেম রিস্টোর হল উইন্ডোজের একটি সিস্টেম টুল যা কম্পিউটারের যে কোন সমস্যায় কম্পিউটারকে পার্সোনাল ডেটার কোন ক্ষতি না করেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে । এটি এক ধরনের সময় নির্দেশিত আনডু কমান্ড হিসাবে কাজ করে । সিস্টেম রিস্টোরের মাধ্যমে পিসির বিভিন্ন সমস্যা দূর হয় ।বিশেষ করে কোন সফটওয়ার সেটআপের পর সমস্যা হলে রিস্টোরের মাধম্যে সমাধান করা যায় । সিস্টেম রিস্টোর করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন ।
Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore সিলেক্ট করুন । এর ফলে Welcome to System Restore ডায়লগ বক্স আসবে ।
Restore my computer to an earlier time অপশনটি সিলেক্ট করে Next করুন ।
Select a Restore Point ডায়লগ বক্স আসবে । বামপাশে একটি ক্যালেন্ডার দেখা যাবে । সে সকল তারিখে রিস্টোর পয়েন্ট পয়েন্ট আছে সেগুলো হাইলাইট(বোল্ট) অবস্থায় দেখা যাবে । এখান থেকে আপনার পিসি ভাল থাকা অবস্থার একটি তারিখ সিলেক্ট করুন এবং ডানপাশে রিস্টোর পয়েন্টের নাম দেখা যাবে । যে পয়েন্টে রিস্টোর করতে চান তা সিলেক্ট করুন ।
Confirm Restore Point Selection ডায়লগ বক্স আসবে । Next -এ ক্লিক করুন ।
এর ফলে Restoring Setting নামক প্রগ্রেসবার দেখাবে এবং পিসি রিস্টার্ট হবে । সিস্টেম রিস্টোর করাকালীন সময়ে এটি উইন্ডোজ লগইন উইন্ডো প্রদর্শন করবে ।
রিস্টোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে Restoration has been successful (আর সফলভাবে সম্পন্ন না হলে Restoration was unsuccessful) দেখাবে । OK করুন ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০৮