আমি হুমায়ন আহমেদের নাটক খুব পছন্দ করি । পাঠকেরা আপনারা হয়ত ভাবছেন আমি হুমায়ন আহমেদের অনেকগুলো বই পড়েছি । অনেকতো দুরের কথা আমার একটা বইও পড়া হয় নি সম্পূর্ন । আমি একটা বইও কিনি নি । তবে নেট থেকে ডাউনলোড করা হুমায়ন আহমেদের প্রায় ১৫টির মত বই আমার কাছে আছে । কিন্তু দুঃখের বিষয় আমি যখন কোন বই পড়তে বসি তখন কোন না কোন সমস্যা হয় যার ফলে বইয়ের কিছু অংশ পড়ার পর আর পড়া হয় না । কিন্তু আমি হুমায়ন আহমেদের নাটকগুলো টিভি বা কম্পিউটারে দেখি । ফালতু প্যাচাল না পেড়ে আসল কথায় আসি ।
বছর দুয়েক আগের ঘটনা । দোকান থেকে হুমায়ন আহমেদের দু্ইটি নাটকের সিডি আমি নিয়ে আসি । বাসায় মেহমান আসায় ব্যস্ত হয়ে পড়ি । ভাবলাম নাটক দুইটি কটি করে রাখব । প্রথম নাটকের সিডিটি সিডি ড্রাইভে প্রবেম করিয়ে কপি দিলাম । কিছুক্ষণ কপি হবার পর (প্রায় ৯৫%) দেখি উইন্ডোজ ইরোর দেখাচ্ছে কপি করতে পারছে না । দ্বিতীয় সিডিটিও সিডি ড্রাইভে প্রবেশ করিয়ে কপি দিলাম । প্রবলেম একই কপি হচ্ছে না । মনটা খুবই খারাপ হয়ে গেল । আমি নিউ ফোল্ডারে কপি করছিলাম । একবার ভুল করে নিউ ব্রিফকেস হয়ে যায় । কপি করে দেখি প্রায় শেষের দিকে কপি হতে অনেক সময় লাগছে । ক্যানসেল করলাম । ব্রিফকেসের ভিতরে দেখি কপি হওয়া নাটকটি আছে । এভাবে দ্বিতীয় নাটকটিও কপি করি ।
আপনি ব্রিফকেসে কোন ফাইল কপি করলে যতখানি কপি হবে ততখানি থেকে যাবে । আপনি ডান বাটনে ক্লিক করে New থেকে Briefcase সিলেক্ট করুন । Well come to the Windows Briefcase আসলে Finish করুন । এবার কপি করুন আপনার ভিডিও ফাইল ।
তবে এ প্রক্রিয়ায় সম্পূর্ণ ফাইল কপি নাও হতে পারে । ফালতু প্যাচালের জন্য ক্ষমা চাচ্ছি ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০৮