পূর্ববতী অংশ পড়তে এখানে ক্লিক করুন ।
[ ২য় খন্ডের পর ]
কম্পিউটার চলার সময় বিভিন্ন কারনে স্লো হতে পারে । সাধারণত নিচের কারনগুলো কম্পিউটার চলার গতি কমানোর জন্য দায়ী।
১) ভাইরাসের কারনে
২) কম র্যামের কারনে
৩) টেম্পোরারি ফাইলের কারনে
৪) অতিরক্ত প্রোগ্রাম ইনস্টল থাকলে
৫) অতিরক্ত ফন্টের কারনে
৬) কম ক্যাশমেমরির কারনে
৭) ভার্চুয়াল মেমরী কম থাকার কারনে
৮) সিস্টেম রিস্টোর অন থাকলে
৯) অটোমেটিক আপডেটের থাকলে (পাইরেটেড Operating System এর ক্ষেত্রে
এবং নেট কানেকশন থাকলে)
১০) ডাটা এলোমেলোভাবে থাকলে
১১) ভিজুয়াল সেটিং এর কারনে
১২) হাডডিক্স ভর্তি হয়ে গেলে
১) ভাইরাসের কারনে: পিসি স্লো হওয়ার অন্যতম প্রধান কারন ভাইরাস । বর্তমানে ফ্লাশ ড্রাইভ এবং মেমরী কার্ডের ব্যবহারের ফলে ভাইরাস দ্রুত পিসিতে আক্রান্ত হচ্ছে । তাছাড়া অনেকে এন্টি ভাইরাস ব্যবহার করে না এবং যারা ব্যবহার করে তাদের অনেকে পুরাতন এন্টিভাইরাস ব্যবহার করে । বাংলাদেশের প্রায় ৯৯% পিসি ব্যবহারকারী পাইরেটেড এন্টি ভাইরাস ইউজ করে এবং তারা এন্টি ভাইরাস আপডেট করে না । ফলে ভাইরাস পিসিতে আক্রমন করে এবং পিসি স্লো হয়ে যায় ।
২) অতিরক্ত প্রোগ্রাম ইনস্টল থাকলে : আমরা অনেকেই পিসিতে যে সফটওয়ারগুলো বা গেম ব্যবহার করি না, সেগুলো রিমুভ করি না । তাছাড়া যারা নতুন কম্পিউটার ইউজ করে তারা সাধারণত সি ড্রাইভে সব সফটওয়ার ও গেম সেটআপ দেয় । যার ফলে পিসির গতি কমে যায়।
৩) সিস্টেম রিস্টোর অন থাকলে (যা ডিফল্ট ভাবে অন থাকে) কম্পিউটারের কোন পরিবর্তন করলে তা System Volume Information ফোল্ডারে সেভ করে রাখে । এমনকি অনেক ফাইল ডিলিট করলে তা System Volume Information ফোল্ডারে সেভ করে রাখে (FAT file এর ক্ষেত্রে বেশী) । যার ফলে সি ড্রাইভ ভর্তি হয়ে যায় ।
৪) অটোমেটিক আপডেট অন থাকলে : অটোমেটিক আপডেট অন থাকলে নেট কানেক্ট হলে আপডেট শুরু করে এবং অপ্রোয়জনীয় ফাইলে সি ড্রাইভ ভর্তি হয়ে যায় । এমনকি মাইক্রোসফট পাইরেটেড অপারেটিং সিস্টেমে ফাইল পরিবর্তন করে যাতে পিসি স্লো হয় ।
৫) হাডডিক্স এ এলোমোলো ভাবে ডাটা থাকলে এবং হাডডিক্স ভর্তি হলে : এলোমেলোভাবে ডাটা কম্পিউটারে স্টোর হয় । হাডডিক্স ভর্তি হলেও পিসি স্লো হয়ে যায় । হাডডিক্স এর সি ড্রাইভে কমপক্ষে ৩৫% এবং অনান্য ড্রাইভে কমপক্ষে ১৫ % খালি জায়গা প্রয়োজন ।
৬) ভিজ্যয়াল সেটিং : যাদের র্যাম তাদের পিসিতে কম ভিজুয়াল সেটিং সেট করা উচিত। কালার সেটিং ১৬ বিটে থাকলে ২৪ বা তার বেশী বিট (সাপোর্ট করলেও) এর চেয়ে দ্রুত গতিতে কাজ করে ।
আরো কিছু কারন আছে । সেগুলো জানতে এখারে ক্লিক করুন ।
পরবর্তী অংশ পড়াতে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-১] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-২] পড়তে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড-৪] পড়তে এখানে ক্লিক করুন ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৯