হৃদয়ের প্রেম দিয়ে তোমাকে ত ভালোবাসি, হে দেশ আমার।
দেহের সামর্থ্য দিয়ে লাঙল চালাই আমি মাঠে মাঠে, আর
মুঠো মুঠো ধান বুনি; প্রাণের প্রেমের রঙে ফসল তোমার-
সবুজ সুষমা পেয়ে বাতাসেতে দোল খায় শিষগুলি তার।
চিন্তার ঐশ্বর্য দিয়ে ফসলের কাব্য রচি অনেক আশার।
আমার শিরায় নাচে তপ্ত রক্ত-ছন্দে পাই অনুভূতি তার।
সেই ছন্দে কী আকুল সাড়া জাগে! উদ্বেলিত আমার হৃদয়
শুনেছে আশ্চর্য হয়ে তোমার সে আকাশের চাঁদ কথা কয়!
হে আমার দেশ শোন, শোন দেশ, জনতার শ্রমে গড়া দেশ।
বাঙলার মাটি চষে আশাবাদী এ জীবন করেছি ত শেষ।
যৌবনের দিনগুলি চলে যায় কর্ম-ক্লান্ত ঘুমের পাখায়
যদিও বসন্ত আসে পথ পাশে কোনো শিরীষ শাখায়
ঘুম ভাঙানোর গান গেয়ে যায় রাত শেষে পাখিদের সুর,
আমার আঁধার ঘরে ঝিঁঝিঁরা বাজায় তবু ঘুমের নূপুর!
এবার জাগাও মোরে, হে আমার শ্রমে গড়া জনতার দেশ!
আমাকে উদ্ধত করো-এ রাত্রির জড়তার ঘুম হোক শেষ
আমাকে কঠিন করো আশাদীপ্ত মানুষের চাবুকের ঘায়,
আমাকে জাগ্রত করো নতুন সূর্যের কোন রশ্মির আভায়
ওষ্ঠে মোর তুলে দাও কৃষাণের বাঁশি আর মেঠো গান আজ,
কণ্ঠে মোর দাও দাও অগণিত মিছিলের উদাত্ত আওয়াজ।
**(কবি আবদুল হাই মাশরেকীর রচিত ‘হে আমার দেশ’ কাব্যগ্রন্থ
হতে নেয়া হয়েছে। কবি আবদুল কাদির সম্পাদিত ‘কাব্যবীথি’তে প্রকাশিত ১৯৫৪।
কিন্তু কবিতাটি ১৯৪২ সালে লিখিত, কলকাতায়। ১৯৫১ সালে
‘মোহাম্মদী’তে বিশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
কবি আবদুল হাই মাশরেকীর ৯৫ তম জন্মবার্ষিকীতে (১ এপ্রিল ২০১৪)
প্রকাশিত ‘এবার জাগাও মোরে’ অডিও আবৃত্তি সিডিতে উক্ত কবিতাটি আবৃত্তি করেছেন
বিশিষ্ট আবৃত্তিকার, অভিনেতা শংকর সাওজাল।)**
*** আবদুল হাই মাশরেকী (কবি ও সাংবািদক, জন্ম-১৯০৯, ১ এপ্রিল- মৃত্যু- ১৯৮৮, ৪ ডিসেম্বর।
বিদ্রোহী ভৃণ্ড ভাইয়ের অনুরোধে ‘হে আমার দেশ’ কবিতাটির শংকর সাঁওজালের কণ্ঠে আবৃত্তি রেকর্ড
টি আপলোড করলাম।
https://www.youtube.com/watch?v=Cz-UQi1yGaY
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮