বাংলা ভাষার বৃহত্তম ব্লগ সামহ্যোয়ারইনব্লগ এর ঘড়িতে দৃশ্যমান সময় রাত ১২টা, ০৮ জানুয়ারি,২০১৩ সময় পর্যন্ত এতে প্রকাশিত প্রায় তিন কোটি (২,৯৭,৪৪,৭৯৭) লেখা থেকে মাত্র সাড়ে পাঁচ লক্ষ স্থান করে নিয়েছে এর সংকলিত পাতায়।।
আপনার মহামূল্যবান ব্লগপোস্টটি কি অন্তর্ভুক্ত রয়েছে এই তালিকায়??
প্রতি পাতায় ১৫টি করে ব্লগপোস্ট এর হিসেবে সামুর প্রথম পোস্টটিকে পাওয়ার কথা ছিল (এই মুহূর্তে) উনিশ লক্ষ বিরাশি হাজার নয়শত সাতাশি (১৯,৮২,৯৮৭) নম্বর পাতায় কিন্তু বর্তমানে তা পাওয়া যাচ্ছে ছত্রিশ হাজার নয়শত বাষট্টি (৩৬,৯৬২) নম্বর পাতায়!
তবে কোথায় গেল ঐ দুই কোটি নব্বই লক্ষ ব্লগপোস্ট??
ভয় পেয়ে গেলেন? না,ভয়ের কিছু নেই-সবগুলো পোস্ট সংরক্ষিত রয়েছে সামুতে- প্রকাশিত সকল লেখার স্বতন্ত্র নির্দেশক ক্রমিক নম্বর থাকায় এগুলো একবার প্রকাশিত হলেই এক একটি ক্রমিক নম্বর প্রাপ্ত হয় এবং পরে তা কোন কারণে মুছে ফেললে,বা ব্যক্তিগত সংগ্রহ ঝুরিতে রেখে দিলে তার অবস্থান আর সংকলিত পাতায় থাকে না।
আপনার সব লেখা আপনার ব্যক্তিগত ব্লগ পৃষ্ঠায় সংরক্ষিত রয়েছে-ঠিক পূর্বের মতো করেই।
সামুর দিনপঞ্জিকা (প্রথম পাতায় ডানে উপরের দিকে পাওয়া যাবে) থেকে আপনি পেতে পারেন যেকোন দিনের সকল ব্লগপোস্ট। তবে এই ধীরগতির পথ ছেড়ে তাড়াতাড়ি পেতে চাইলে এভাবে এগুতে হবেঃ
আপনার ব্রাউজার এ নতুন ট্যাব খুলে ওয়েব ঠিকানা লিখার ঘরটিতে লিখুন-www.somewhereinblog.net/live/archive/2012/01/07
এবং এন্টার বোতাম চাপুন-চলে যাবেন ২০১২ এর ১ম মাস এর ৭ম দিনের ব্লগপোস্ট সংকলন পাতায়। এই ঠিকানায় বছর,মাস,দিন এর প্রয়োজনীয় সম্পাদনা করে পেয়ে যাবেন আপনার কাঙ্খীত যে কোন দিনের স-ব-ব্ল-গ-পো-স্ট।।
কোন নির্দিষ্ট মাসের সব ব্লগপোস্ট একসাথে দেখতে চাইলে ওয়েব ঠিকানাটি হবেত্রিকাwww.somewhereinblog.net/calendar/2012/12live
এতে পাচ্ছেন ২০১২ সালের ১২তম মাসের সব-তবে পাউয়া যাবে না ২০০৫ সালের ১২তম মাসের সব লেখা (এগুলো পূর্বেও সংকলিত পাতায় প্রকাশিত হয়নি)-এগুলোকে পৃথকভাবে পেতে পারেন পূর্বাল্লেখিত দিনানুযায়ী ব্লগপোস্ট বের করার পথ অনুসরণ করে।
১,২,৩- এভাবে এগিয়ে যেতে থাকলে কততম পৃষ্ঠায় পৌঁছলে শেষ হবে আপনার সামু ভ্রমণ? এ বিষয়ে উৎসাহী হয়ে সময় নষ্ট করতে চাইলে এভাবে এগিয়ে যেতে থাকেনঃ
১০ম পৃষ্ঠার জন্যঃ http://www.somewhereinblog.net/live/135
লক্ষ করুনঃ ১৩৫=১০x১৫-১৫
এভাবে ৫৫৩তম পৃষ্ঠার জন্যঃ http://www.somewhereinblog.net/live/8280
এখানেঃ ৮২৮০=৫৫৩x১৫-১৫
(প্রতি পৃষ্ঠায় ১৫টি পোস্ট স্থান পায়,প্রথম পৃষ্ঠায় ঠিকানার শেষাংশটি প্রয়োজন হবে না অর্থাৎ “০”)
সামু'র ১৬০১৫ নম্বর পাতাটি ছিল গত ১৫-১০-১১ তে এর সর্বশেষ লিখিত পাতা
কীভাবে বুঝবেন সামুর সেই প্রথম ব্লগারের প্রথম দিনের সেই প্রথম লেখাটি-এ নিয়ে একটু বিতর্ক আছে-এখানে আসুন এখন কত নম্বর পাতায় রয়েছে?
বর্তমান সংশোধনিতে বাংলা ব্লগের প্রথম লেখা বলে পরিচিত লেখাটি (যদিও এটি ব্লগের ৯ম লেখা) সংকলিত পাতায় স্থান পেয়েছে।
(আমার এই লেখায় সর্বশেষ সম্পাদনার সময় দেখে সামুর প্রথম পোস্টের আনুমানিক অবস্থান পেতে পারেন এভাবেঃ
সর্বশেষ সম্পাদনার সময় থেকে আপনার হিসেবের দিনের পার্থক্য ক হলে এবং প্রতিদিন গড়ে ৪০ টি পৃষ্ঠা যোগ হলে এই পোস্টের উল্লেখিত সর্বশেষ পৃষ্ঠার ঠিকানার সংখ্যাটির সাথে “৪০xক” যোগ করতে হবে)
[নতুনদের জন্যেঃ আপনার পোস্ট,বিভিন্ন মাস এ লেখা সকল পোস্ট এসবের লিংক এ্যড্রেস লিখে তা থেকে আপনি আপনার পোস্টটি কততম পোস্ট বা আপনি কততম ব্লগার প্রভৃতি জানতে পারবেন]
গবেষণাকালে প্রাপ্ত আরোও কিছু তথ্যাদিঃ
# সংকলিত লেখার সংখ্যা আরোও হতে পারে কারণ অনেক পৃষ্ঠায় ১৫টির পরিবর্তে ১ট,২ট লেখাও রয়েছে।
# সামুতে সংকলনের জন্য পৃষ্ঠা সংখ্যা বর্তমান ৪৪০২০টি।
বলুনতো আর কতগুলো লেখা সংকলিত হলে এই পৃষ্ঠাসব ফুরিয়ে যাবে?
# ৩৭০০ নম্বর পৃষ্ঠায় কোনলেখা নেই-
# সামুকে চিড়িয়াখানা বানানোর প্রচেষ্ঠা করা হয়েছিল-
# প্রথম সময়ে ইচ্ছেমতো ব্লগার নাম পরিবর্তন করা যেত এবং অতিথিরাও মন্তব্য করতে পারতেন-
*আরোও আছে-পরে যোগ করার চেষ্ঠা থাকবে।
সামু পাঠকদের কাজে লাগবে ভেবে ৩০০ টাকার ৪ রঙের ১০০০ ঠিকুজিপত্র (ভিজিটিং কার্ড) নামে একটি পোস্ট করায় সামু আমাকে অনিরাপদ ভেবে এক সপ্তাহ সময় লেখালেখির সুযোগ কেড়ে নিয়েছিল। তার প্রতিবাদে সামুর সকল লেখকদের চমকে দেওয়ার জন্য সামুকে নিয়ে একটি গবেষণা লেখার প্রচেষ্ঠা*
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭