এবারের বইমেলায় শুদ্ধস্বর প্রকাশনা সংস্থা থেকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বাংলাদেশের শিক্ষা: সমসাময়িক ভাবনা নামক বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে মোট ১৬ জন লেখকের ২২ টি প্রবন্ধ রয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক গৌতম রায় । প্রবন্ধগুলোর অধিকাংশই শিক্ষা বিষয়ক প্রবন্ধের ওয়েবসাইট বাংলাদেশের শিক্ষা তে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সময়ে। পরবর্তীতে সেগুলো পরিমার্জিত ও বর্ধিত সংস্করণ প্রকাশিত হয় বইটিতে। কিছু প্রবন্ধ জাতীয় পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল আগে। প্রাবন্ধিকরা সকলেই তরুণ কিংবা তারুণ্যের শেষ প্রান্তে। তরুণ প্রজন্মেরর প্রতিনিধিগণ বাংলাদেরশের শিক্ষাব্যবস্থা নিয়ে কী ভাবেন, কী রকম শিক্ষাব্যবস্থা দেখতে চান তার বহিঃপ্রকাশই ঘটেছে বইটিতে। এর পাশাপাশি আমাদের দেশের শিক্ষাব্যবস্থার নানা সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের পথও খুঁজেছেন তরুণ প্রাবন্ধিকগণ। ২০১০ এর শিক্ষানীতি, দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, শিক্ষাখাতে অর্থায়ন, নারী শিক্ষা, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা, ইংরেজি মাধ্যমের শিক্ষা, শিক্ষাখাতে দুর্নীতি থেকে শুরু করে বইটিতে উচ্চশিক্ষার বিভিন্ন দিক, শিক্ষকতা পেশা এমনকি শিক্ষাবিজ্ঞান নিয়ে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ, দেশের শিক্ষাকাঠামোর প্রায় প্রতিটি দিকই প্রতিফলিত হয়েছে আলোচ্য গ্রন্থে।
শিক্ষা সেক্টরে যারা কাজ করছেন, দেশের শিক্ষা নিয়ে যারা ভাবেন কিংবা শিক্ষা নিয়ে যারা পড়াশুনা করছেন তাদের জন্য বইটি জরুরী মনে হয়েছে। বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা বা শিক্ষার অবস্থা নিয়ে চিন্তিত নাগরিকেরা বইটিতে নিরপেক্ষ কিছু মতামত পাবেন বলে আশা রাখি। বইটিতে যারা লিখেছেন তাদের সিংহভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আই,ই,আর) সাবেক শিক্ষার্থী। বর্তমানে তারা দেশের শিক্ষা সেক্টরের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন। আই,ই,আরের শিক্ষার্থী নন কিন্তু শিক্ষকতা ও শিক্ষা নিয়ে কাজ করছেন এমন ক'জন প্রখ্যাত ব্যক্তিও লিখেছেন বইটিতে। সামহোয়ার ইন ব্লগের শ্রদ্ধেয় ব্লগার ড. রাগিব হাসান এরও একটি লেখা রয়েছে। আরো লিখেছেন ব্র্যাক শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার জনাব মাছুম বিল্লাহ।
একুশের বইমেলায় শুদ্ধস্বরের স্টলে বইটি পাওয়া যাচ্ছে। ১২০ পৃষ্ঠার বইটির গায়ে দাম লেখা আছে ২৪০ টাকা। ডিসকাউন্টসহ বইটি ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। বইমেলা শেষ হয়ে যাওয়ার পরেও কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে শুদ্ধস্বর প্রকাশনার নিজস্ব দোকানে বইটি পাওয়া যাবে। ঘরে বসে রকমারি ডট কমের মাধ্যমেও বইটি পেতে পারেন আপনারা।