গত ৩০ ডিসেম্বর, ২০১১ তে মেহরাব শাহরিয়ার ভাই ৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া নামে একটি পোস্ট দিয়েছিলেন যেখানে ৯০'র দশকের বিটিভিতে প্রচারিত বেশ কিছু বিজ্ঞাপনের ইউটিউব লিংক ছিল। পোস্টটি পড়ে আমি যারপরনাই আপ্লুত হই এবং ৯০ দশকের ফিরে যাই। উনার পোস্টের সূত্র ধরে আমি সে সময়ের আরো কিছু বিজ্ঞাপনের সন্ধান পাই যেগুলো আজ এখানে শেয়ার করবো। ৯০ দশক ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। কেনান সেটি ছিল আমার শৈশবকাল। তখনকার সবকিছু খুব মিস করি প্রতিনিয়ত। যা হোক কথা না বাড়িয়ে বিজ্ঞাপনের লিংকগুলো দেয়া শুরু করি।
কোকা কোলার সেই বিজ্ঞাপনটি যেখানে দেখা যায় সমদ্র সৈকতে কিছু তরুণ-তরুণী আনন্দ করছে এবং কোকা কোলা পান করছে।
বার্জার রবিয়েলাক পেইন্টের বিজ্ঞাপন যেখানে নবদম্পতি নতুন বাসার প্রতিটি ঘরের দেয়ালে কী রঙ হবে সেটি নিয়ে কথা বলে। শেষ লাইনটি ছিল " আর শোবার ঘরটা হবে নীল... আকাশের মতো?"
মৌ এর লাক্সের বিজ্ঞাপন
বার্জারের বিজ্ঞাপন। এটির মাধ্যমেই সম্ভবত চিত্রনায়িকা পপির মিডিয়াতে আগমন
জেমসের পেপসির বিজ্ঞাপনটি ... জেমস দোকানে গিয়ে গিজ্ঞসে করে, "ভাই একটা পেপসি হবে?" দোকানদার বলে " পয়সা আছে তো?"
শরীফ মেলামাইন
শমী কায়সার ও বিপাশা হায়াতের লাক্সের বিজ্ঞাপন। শুরুটা এরকম- দেখ দেখ "শমী, শমী।" আরেকজন বলে, "বিপাশা"
আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন। পুরো বিজ্ঞাপন জুড়ে "প্রিটি গার্ল" নামে একটি জিঙ্গেল গাওয়া হয়। এখানে ছিল মডেল চৈতী।
আজাদ প্রোডাক্টসের কার্ডের বিজ্ঞাপন। তানিয়া আর নোবেল ছিল এখানে।
এই বিজ্ঞাপনটি খুব নাম করেছিল। জুঁই নারিকেল তেলের। ...সেই নীল খাম চিঠি..."তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন..." এখানেও চৈতী ছিল।
জনি টেক্সটাইলসের বিজ্ঞাপন। লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক মিলা ছিল এটাতে।
প্রাইড শাড়ির বিজ্ঞাপন
গরু মার্কা ঢেউটিন। মডেল ছিল জয়া আর শিমুল।